আপডেট রাখতে প্রয়োজনীয় সব তথ্য | পাঠক ভাবনা | DW | 03.01.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আপডেট রাখতে প্রয়োজনীয় সব তথ্য

অনেক ছোটবেলা থেকেই আমি ডয়চে ভেলের অনুষ্ঠান শুনে আসছি৷ আর এখন ব্যস্ততা অফিস ইত্যাদি কারণে অনুষ্ঠান রেডিওতে শোনা তেমন না হলেও...

.. আপনাদের ওয়েবসাইট প্রতিদিন প্রায় প্রতি ঘন্টায় ভিজিট করি৷ এমন কি কম্পিউটার খুলেই সবার আগে যে সাইটি ওপেন করি তা হলো, www.dw-world.de/bengali এখান থেকেই জাতীয় ও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ ইস্যুগুলো জানতে পারি৷ আপনাদের অনুষ্ঠানে যেমন বৈচিত্র্য আছে, তেমনি আছে নিজেকে সবচেয়ে আপডেট রাখার জন্য প্রয়োজনীয় সব তথ্য৷

আমি চাপাইনবাবগঞ্জ শহরে থাকি৷ এফএম-এ ১০৫.০ মেগাহার্ত-এ অনুষ্ঠান ভালো শোনা যায় না৷ অনুষ্ঠান চলাকালে মোবাইলসহ হাতটাকে অ্যান্টেনা হিসেবে ব্যবহার করে এদিক-ওদিক ঘুরালে হয়তো কিছুটা ভালো শোনা যায়৷ অনুষ্ঠান শেষ হতে হতে হাতও ক্লান্ত হয়ে পড়ে৷ এভাবে আর কতদিন ?

আমি নিয়মিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, নিশ্চয়ই জানেন৷ শুধু ডয়চে ভেলে নয়, অন্যান্য সব রেডিও স্টেশনেও৷ এমন কি ডয়চে ভেলের বাংলা ছাড়া অন্যান্য ভাষার কুইজেও৷ তবে আপনাদের পুরস্কার সংখ্যা এবং মান সবচেয়ে ভালো এ কথা অস্বীকার করার উপায় নেই৷ এজন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ আজ এ পর্যন্তই৷ নতুন বছরে ভালো থাকবেন সবাই...এ কামনা করে শেষ করছি৷ রফি মোঃ নাজমুস সাদাত, শ্রীরামপুর, নাচোল, চাপাই নবাবগঞ্জ, বাংলাদেশ৷

আপনাদের ওয়েবসাইটে শ্রোতাদের মতামত কলামে আলমগীর হোসেনের প্রশ্ন, কেমন করে মোবাইলে ছবি পাঠাতে হয়৷ প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে বলতে পারেন৷ ইমেল ঠিকানা হচ্ছে drghosh72@gmail.com ওয়েবসাইট যত দেখছি তত মুগ্ধ হচ্ছি৷ আমার এটুকু ধারণা জন্মেছে যে খুব সম্ভবত রেডিওতে পরিবেশনা নিয়ে আপনারা যে আত্ম নিবেদন করেন, তার চেয়ে ওয়েবসাইটের পূর্ণতাদানে আপনাদের বেশি মনোনিবেশ ও শ্রম ব্যয় করতে হয়৷ বর্তমান কম্পিউটার, ইন্টারনেট ও ওয়েবসাইটের যুগের চাহিদা পুরণে যা অপরিহার্য৷ ডাঃ বিকাশ রঞ্জন ঘোষ, কপিলমুনি, খুলনা৷

শুভ নববর্ষ! ২০১০কে বিদায় দিয়ে ২০১১ সালকে সুস্বাগত জানিয়ে বিগত বছরগুলোর ন্যায় নব উদ্যমে অনুষ্ঠান শোনা শুরু করলাম৷ নতুন বছরের প্রথম দিনে সকালের অধিবেশন ঢাকা কেন্দ্র থেকে সম্প্রচারিত বাংলাদেশের একগুচ্ছ তরতাজা খবর, বিশ্বের বিভিন্ন দেশে কোথায় কিভাবে নব বর্ষ উত্সব পালিত হলো - এ সম্পর্কে রিপোর্ট, আফগানিস্তানের মেয়েদের অত্যাচারের ওপর প্রতিবেদন এবং খেলার খবরে ২০১০ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের ওপর রিপোর্ট আর ‘হ্যাপি নিউ ইয়ার’ গানটি শুনে আমাদের খুব ভাল লেগেছে৷ শ্রবণ মান খারাপ থাকার কারণে আজকে খুব কষ্ট করে অনুষ্ঠান শুনেছি - মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷

ইংরেজি নববষ উপলক্ষে ডয়চে ভেলের সবাইকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন৷ যদিও আমি ডয়চে ভেলের পুরনো শ্রোতা, তবে এটাই আমার প্রথম লেখা চিঠি প্রিয় ডয়চে ভেলেকে৷ মোঃ তুহিনুর রহমান, রংপুর, বাংলাদেশ৷

আমি প্রায়ই আপনাদের বাংলা অনুষ্ঠান শুনি৷ কিন্তু ওয়েবসাইটে আজ প্রথম লগ ইন করলাম, খেলার "ডার্বানে ডঙ্কা বাজিয়ে জেতার পর কেপ টাউনে তৃতীয় টেস্টে একটি হাই ভোল্টেজ ক্লাইম্যাক্স চায় ভারত৷ ওদিকে অল-রাউন্ডার শাকিব আল-হাসান ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ক্যাপ্টেন হতে চলেছেন৷" প্রতিবেদনটা পড়তে গিয়ে দেখলাম "এরপরে ছিল গতমাসে জিমবাবোওয়ের বিরুদ্ধে ৩-০ জয়৷" যা খুব খারাপ লাগল৷ কারণ জয়টা ছিল ৩-১ এ৷ ডয়চে ভেলের মত ওয়েবসাইটে আমি এটা আশা করিনি৷ প্রিন্স হালদার কুয়েট, খুলনা, বাংলাদেশ৷

খুলনা থেকে যখন অনুষ্ঠান শুনছি তখন থেকেই আমি ডয়চে ভেলেকে উপভোগ করছি৷ আমি এখন আপনাদের একজন মারাত্মক রকমের ভক্ত৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে আমাদের জন্য সুন্দর এবং সময়োপযোগী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য৷ হাফিজুর রহমান, খুলনা, বাংলাদেশ৷