1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্দোলনের নামে হত্যা বন্ধ করতে খালেদাকে হাসিনার পরামর্শ

২ আগস্ট ২০১০

গত দু’দিনের মত সোমবারও ঢাকার পত্রিকাগুলোর প্রধান খবর পোশাক শিল্পকে নিয়ে৷ কারণ সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে শ্রমিকদের বিক্ষোভ৷ গতকালও চলেছে সেই বিক্ষোভ৷

https://p.dw.com/p/OZdF
ছবি: Mustafiz Mamun

তবে দিন শেষে খবর পাওয়া গেছে যে, শ্রমিক নেতারা নাকি মেনে নিয়েছেন সেই ন্যূনতম মজুরি কাঠামো৷ তো এই দু'টি বিষয়কেই সামনে নিয়ে এসেছে বেশিরভাগ পত্রিকা৷ ডেইলি স্টার বলছে, বিক্ষোভের কারণে প্রায় সাড়ে তিনশো পোশাক কারখানায় কাল কাজ হয়নি৷ এছাড়া প্রায় দেড়শো প্রতিষ্ঠানে ভাঙচুরের খবর দিয়েছে পত্রিকাটি৷ প্রথম আলো বলছে, শ্রমিক অসন্তোষ নিরসনে সরকার, মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা হয়েছে৷ সরকার ঘোষিত মজুরি মেনে নিয়ে শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে তিন পক্ষই৷

খালেদাকে হাসিনার পরামর্শ

শোকের মাস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিরার একটি রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন৷ সেখানে তিনি বিরোধী নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কিছু কথা বলেন৷ প্রধানমন্ত্রীর ঐ বক্তব্যই গুরুত্ব দিয়ে ছেপেছে পত্রিকাগুলো৷ যেমন অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজ২৪ ডট কম'এর শিরোনাম ‘আর দুর্নীতি করবেন না অঙ্গীকার করুন: খালেদাকে হাসিনা'৷ সমকালের শিরোনাম ‘আন্দোলনের নামে হত্যা অরাজকতা বন্ধ করুন' আর কালের কন্ঠের শিরোনাম ‘আন্দোলন নয় জনগণের জন্য কাজের ক্ষেত্র প্রস্তুত করুন'৷

ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ বিতর্ক

প্রধান নির্বাচন কমিশনার রবিরার বলেছেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার দায়িত্ব সরকারের৷ এর আগে শনিবার আইনমন্ত্রী বলেছিলেন, এই দায়িত্ব নির্বাচন কমিশনের৷ দৈনিক সমকালের প্রধান খবর এই বিষয়টি নিয়েই৷ শিরোনাম ‘‘কে নিষিদ্ধ করবে ধর্মভিত্তিক রাজনীতি''৷ বিষয়টি নিয়ে কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে পত্রিকাটি৷ তাঁরা বলছেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এমন মতাদর্শের যে কোনো দলকে নিষিদ্ধ করার এখতিয়ার রাখে সরকার৷ আর গণপ্রতিনিধিত্ব আদেশের শর্ত ভঙ্গ করলে ওই দলের নিবন্ধন বাতিল করার এখতিয়ার নির্বাচন কমিশনের৷ বিশেষজ্ঞরা বলছেন, নিবন্ধন বাতিল ও দল নিষিদ্ধ করা এক বিষয় নয়৷ তাঁদের মতে, নিবন্ধন বাতিল করলে ওই দল নির্বাচনে অংশগ্রহণের অধিকার হারাবে৷ তবে ওই দল তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারে৷ সেখানে বাধা দিতে পারবে না নির্বাচন কমিশন৷ বাধা দিতে পারবে কেবল সরকার৷ প্রয়োজনে ওই দল নিষিদ্ধও করতে পারবে সরকার৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম