1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক বাহিনী তালেবানের বিরুদ্ধে যুদ্ধে হারছে : জারদারি

৪ আগস্ট ২০১০

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সবসময়ই আলোচিত একটি চরিত্র৷ এই যেমন মঙ্গলবার তাঁর করা একটি মন্তব্য নিয়ে এখন বেশ আলোচনা চলছে৷

https://p.dw.com/p/ObLN
ছবি: picture-alliance/ dpa

আন্তর্জাতিক বাহিনী তালেবানের বিরুদ্ধে যুদ্ধে হারছে – এটাই হলো পাকিস্তানের প্রেসিডেন্টের সেই মন্তব্য৷ ফ্রান্স সফর শেষে বিখ্যাত ‘লে মন্ডে' পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জারদারি এই কথা বলেন৷ তবে সাথে এও বলেছেন যে, তিনি মনে করেন না যে তালেবান আবার ক্ষমতায় আসবে৷ কিন্তু তারা আরও শক্তিশালী হচ্ছে বলেই মনে করেন পাকিস্তানের প্রেসিডেন্ট৷

তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কার্যালয় জারদারির এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে৷ হোয়াইট হাউজের মুখপাত্র রবার্ট গিবস বলেছেন যে, তাঁর মনে হয়না প্রেসিডেন্ট ওবামা জারদারির বক্তব্যের সঙ্গে একমত হবেন৷

এদিকে পাকিস্তানের উত্তরাঞ্চল এখন স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত৷ ঠিক এসময় জারদারির ইউরোপ সফর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে৷ মঙ্গলবার লন্ডনে পৌঁছে হোটেলে ঢোকার মুহূর্তেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে৷ লন্ডনে বসবাসরত একদল পাকিস্তানি বিক্ষোভকারী দেশে এমন বন্যার সময় প্রেসিডেন্টের ইউরোপ সফরের তীব্র নিন্দা জানিয়েছে৷ একই কারণে পাকিস্তানী বংশোদ্ভূত কয়েকজন ব্রিটিশ সাংসদ জারদারির সঙ্গে মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন৷

তবে জারদারির কার্যালয় এক বিবৃতিতে প্রেসিডেন্টের লন্ডন সফরের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করেছে৷ পাকিস্তান সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের করা সাম্প্রতিক এক মন্তব্যের সামনাসামনি উত্তর দেয়ার জন্য এই সফর জরুরি বলে জানানো হয়েছে ঐ বিবৃতিতে৷

গত সপ্তাহে ভারত সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস পাচারের অভিযোগ আনেন৷ ক্যামেরনের এই মন্তব্যে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান৷ এছাড়া দেশটির গোয়েন্দা প্রধান এই মন্তব্যের প্রতিবাদে তাঁর লন্ডন সফর বাতিল করেন৷

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী আগের মত গতকালও পাকিস্তান সম্পর্কে করা তাঁর মন্তব্য ঠিকই আছে বলে জানান৷ বিবিসি রেডিও'কে দেয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, তিনি কেবল একটি খোলামেলা প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন৷

উল্লেখ্য, শুক্রবার ক্যামেরনের সঙ্গে জারদারির বৈঠক করার কথা৷ ঐ বৈঠকে জারদারি ক্যামেরনকে এটাই বোঝানোর চেষ্টা করবেন যে, আফগান যুদ্ধে পাকিস্তানের জনগণই সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছে৷ অর্থাৎ তাঁরা সন্ত্রাস পাচারতো করছেই না বরং সন্ত্রাস দমনে জোরালো ভূমিকা রাখছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম