1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতিতে এলেন প্রিয়াঙ্কা গান্ধী

২৪ জানুয়ারি ২০১৯

নেপথ্যের কারিগর হিসেবে ভারতের রাজনীতিতে ভূমিকা রাখলেও আনুষ্ঠানিকভাবে এই প্রথম দায়িত্ব নিচ্ছেন ইন্দিরা গান্ধী দৌহিত্রী প্রিয়াঙ্কা গান্ধী৷ উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন তিনি৷

https://p.dw.com/p/3C4XR
ছবি: Imago/Zuma

বুধবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রিয়াঙ্কার নতুন পদ প্রাপ্তির ঘোষণা দেওয়া হয়৷ এর পরপরই কংগ্রেসের অফিশিয়াল টুইটার আইডি থেকে নতুন পদ পাওয়া তিন নেতাকে অভিনন্দিত করে  ‘জ্বলে উঠতে প্রস্তুত’ লিখে টুইট করা হয়৷

এদিকে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দিত করেছেন কংগ্রেস নেতারা৷ রাহুল গান্ধী নিজে এ ঘোষণা দেওয়ার পর বলেন, ‘‘আমাদের জন্য উত্তর প্রদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশগুলোর একটি৷ এই দায়িত্ব প্রিয়াঙ্কার জন্য  একটি চ্যালেঞ্জ, এবং সে-ই পারবে এটি সামলে নিতে৷ আমার পূর্ণ আস্থা রয়েছে তার প্রতি, বিশেষ করে সে একজন প্ররিশ্রমী এবং সক্ষম রাজনীতিক৷’’ রাহুল আরো বলেন, ব্যক্তিগতভাবেই তিনি ভীষণ খুশি যে, প্রিয়াঙ্কা অবশেষে তাঁর সঙ্গে কাজ করতে যাচ্ছেন৷ পদ পেয়ে প্রিয়াঙ্কা অবশ্য এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি৷ 

দীর্ঘদিন ধরেই প্রিয়াঙ্কাকে রাজনীতিতে সক্রিয় করার দাবি উঠছিল৷ আগামী মে মাসে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের আগে সেই দাবি মেনে নেয়ার খবর জানিয়ে চমক দিলেন রাহুল গান্ধী৷

এদিকে প্রিয়াঙ্কার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ নিয়ে ইতোমধ্যে বিজেপি কটাক্ষ শুরু করেছে৷ কংগ্রেসের বিরুদ্ধে ফের পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছে৷ বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, উত্তর প্রদেশে মহাজোটে ঠাঁই না পেয়ে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে কংগ্রেস, তাই প্রিয়াঙ্কা গান্ধীর ওপর বাজি ধরেছে তারা৷ তিনি মনে করেন, প্রিয়াঙ্কা কংগ্রেসের অন্ধের লাঠি৷ তিনি আরো বলেন, প্রথমে নেহেরু, তারপর ইন্দিরা, তারপর রাজীব, সোনিয়া, রাহুল, এখন এলেন প্রিয়াঙ্কা৷ বিজেপির কাছে পার্টিটাই পরিবার৷ ওদের কাছে পরিবারটাই পার্টি৷ এটাই পার্থক্য৷

তবে রায়বারেলির আমেথিতে জনসভায় বিজেপির এই কটাক্ষ ভয় থেকে বলে দাবি করেছেন রাহুল৷

এফএ/এসিবি (এপি, রয়টার্স)

গত বছরের অক্টোবরের ছবিঘরটি দেখুন...