1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আটশ টেস্ট উইকেটের বিশ্ব রেকর্ড করলেন মুরালি

২২ জুলাই ২০১০

শ্যেন ওয়ার্ন বলেই দিলেন যে মুরালির রেকর্ডটি আর ভাঙবে না৷ মুত্তিয়া মুরালিধরন, শ্রীলংকার কেবল নয় বিশ্বের সেরা স্পিনার৷ বলা হয় স্পিন বলের তিনিই নাকি জাদুকর৷ নিজ দেশের মাটিতেই গড়লেন বিশ্ব রেকর্ড৷

https://p.dw.com/p/ORcM
স্পিন বলের জাদুকর মুত্তিয়া মুরালিধরনছবি: AP

টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট নিজের থলেতে ভরে নিলেন ভারতের বিরুদ্ধে আটটি উইকেট দখল করে৷ শ্রীলংকার দক্ষিণের উপকূলীয় শহর গলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুরালির শেষ টেস্ট দেখতে রাজধানী কলম্বো থেকে এসেছিলেন প্রেসিডেন্ট রাজাপাকসে৷ অভিনন্দন জানান তিনি শ্রীলংকার এই ক্রিকেট হিরোকে৷ শ্রীলংকার ক্যান্ডিতে জন্ম নেয়া আটত্রিশ বছর বয়স্ক এই ক্রিকেটার এ পর্যন্ত খেলেছের ১৩৩টি টেস্ট৷ ১৯৯২ সালে তিনি প্রথম টেস্ট খেলতে নামেন, প্রতিপক্ষ ছিল অষ্ট্রেলিয়া৷

১৪৫ স্টেটে ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন অষ্ট্রেলিয়ার লেগ স্পিনার শ্যেন ওয়ার্ন৷ অষ্ট্রেলিয়ার এই ক্রিকেটারের চেয়ে মুরালি কম খেলেছেন ১২টি টেস্ট৷ তারপরও শেষ হাসিটি মুরালিই হাসলেন৷ অবশ্য গল টেস্টের আগেই তিনি ঘোষণা করেছিলেন এটাই হবে তাঁর ক্রিকেট জীবনের শেষ টেস্ট সিরিজ৷

৭৯২ উইকেট নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন মুরালিধরন৷ মনে আশা ছিল, ছিল আটটি উইকেট নিয়ে ৮০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার৷ টেস্ট শুরুর আগে এ বিষয়ে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, মুরালিকে সহজে ৮০০ উইকেট পেতে দেবে না তার দল৷ কিন্তু উল্টে দিয়েছেন তিনি সেই ধারণা৷ অবশ্য মুরালির ৮০০ উইকেট পাওয়ার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি৷ চতুর্থ দিনে তিনি চারটি উইকেট নিলে ফলোঅনে পড়ে যায় ভারত৷ ভারতের দ্বিতীয় ইনিংসে আরও একটা উইকেট নিয়ে ৭৯৮ উইকেট নিয়ে চতুর্থ দিন শেষ করেন মুরালি৷ চতুর্থ দিন শেষে তাঁর দরকার ছিল মাত্র দুটি উইকেট৷ পঞ্চম দিনে হরভজন সিং আর প্রজ্ঞান ওঝাকে আউট করে টেস্ট ম্যাচে বিশ্ব রেকর্ডটি করলেন মুরালি, ৮০০ উইকেট নিজের ঝোলায় তুলে নিয়ে৷ ওয়ান ডে ম্যাচেও তাঁর উইকেটের ঝোলা সবচেয়ে বেশি - ৫১৫৷ বিদায় নিলেও শুধু সীমিত ওভারের ম্যাচে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন মুরালি৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক