1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে জোলি-ডেপ অভিনীত ‘দ্য টুরিস্ট’

১০ ডিসেম্বর ২০১০

অস্কার নন্দিত মার্কিন অভিনেত্রী এ্যাঞ্জেলিনা জোলি৷ প্রথমবারের মতো জুটি বাঁধলেন হলিউড হার্টথ্রব জনি ডেপ’এর সঙ্গে ‘দ্য টুরিস্ট’ ছবিতে৷ রোম্যান্টিক এই অ্যাকশন ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আজ শুক্রবার৷

https://p.dw.com/p/QV3G
‘দ্য টুরিস্ট’ ছবিতে জোলি এবং জনি ডেপছবি: AP/Sony Pictures

৩৫ বছর বয়েসি এই অপূর্ব সুন্দরী অভিনেত্রী প্যারিসের ব্যস্ত বিমানবন্দরে কথা বলেছেন, রয়টার্স বার্তা সংস্থার প্রতিনিধির সঙ্গে৷ এই সময়ে জোলির সঙ্গে ছিল তাঁর ছয় সন্তান ও সহ অভিনেতা জনি ডেপ৷ প্যারিস আর ভেনিস শহরের পটভূমিতে তৈরি ‘দ্য টুরিস্ট'-এ জোলি এক কড়া ধাতের রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করেছেন৷ জনি ডেপএর চরিত্রটি এক অংকের শিক্ষকের৷ ছবির একজায়গায় জোলি ডেপকে বলেছেন, ‘মেয়েরা প্রশ্ন পছন্দ করে না৷' সেই প্রসঙ্গ টেনে তাঁকে জিজ্ঞেস করা হয়, আপনি কী ঐ চরিত্রের মত নিজের মধ্যেও ঐরকম বলিষ্ঠতা দেখতে পান? জোলি বলেন, এখন আসলে আমি নিজে যা তার চেয়ে অনেক বেশি ঐ চরিত্রের মতোই৷

Angelina Jolie
এ ছবিতে জোলি এক রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করেছেনছবি: AP

সন্তানদের প্রসঙ্গ উঠলে জোলি বলেন, ‘‘আমরা খোলামেলা৷ তবে বাচ্চাদের বয়স যখন বাড়বে তাদের চাহিদাও বাড়বে, সেই সময়ে ভারসাম্য রক্ষা করার ব্যাপারে আমরা বাস্তব আলোচনাও করি৷'' এই ব্যাপারে তাদের পরিকল্পনা নিয়ে আরেক প্রশ্নের জবাবে এই হলিউড অভিনেত্রী বলেন, তাদের টিনএজ আসতে আসতে আমরা ধীরে ধীরে প্রতি বছরেই আমাদের কাজ কমিয়ে আনবো৷ এবং চারপাশে কী ঘটছে তা তাদেরকে বোঝাতে চেষ্টা করবো৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক