1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ ‘এল ক্লাসিকো’ তে মুখোমিখু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

১০ এপ্রিল ২০১০

আজ স্প্যানিশ লিগে মুখোমুখি হতে যাচ্ছে দুই জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা৷ এল ক্লাসিকো ম্যাচের আগে টিকিটের দাম হয়ে উঠেছে আকাশচুম্বি৷

https://p.dw.com/p/Msdl
মেসি আর রোনাল্ডো - জিতবে কে?ছবি: AP Graphics/DW

তার আগে লিগ টেবিলে এই দুই দলের অবস্থা বলে নিই৷ ৩০ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট ৭৭ করে৷ তবে গোল গড়ে এই মুহুর্তে শীর্ষে অবস্থান করছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ৷ এবারের লিগের শুরু থেকেই দুই দল যে ধরণের আধিপত্য দেখিয়েছে তা আগে কখনো দেখা যায়নি৷ তৃতীয় অবস্থানে থাকা ভ্যালেন্সিয়ার মাত্র ৫৬ পয়েন্টই বুঝিয়ে দিচ্ছে এবার এই দুই দল কতটা মরিয়া লিগ শিরোপার জন্য৷ যদিও এই ম্যাচের পর আরও আটটি ম্যাচ খেলতে হবে তবু আজকের ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে লিগ শিরোপা যাবে কার কাছে সেটা৷ এই অবস্থায় চির প্রতিদ্বন্দ্বী দুই শিবিরে যে টান টান উত্তেজনা বিরাজ করছে তা বলাই বাহুল্য৷

ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের নিজস্ব স্টেডিয়াম বার্নাব্যুতে৷ শুরু হবে স্থানীয় সময় রাত নয়টায়৷ গত বছর এই রিয়ালকে ৬-২ গোলের ব্যাবধানে হারিয়ে লিগ টাইটেল নিজের করে নিয়েছিল বার্সা৷ চলতি মৌসুমে গত নভেম্বরের ম্যাচে আবারও ১-০ গোলে রিয়ালকে হারিয়েছে তারা৷ তার ওপর মঙ্গলবার চ্যম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব আর্সেনালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা৷ এই চারটি গোলের সবগুলোই এসেছে এবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসির কাছ থেকে৷ চলতি মৌসুমে এই নিয়ে ৩৮ টি গোল করেছেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার৷ তাই এক হিসেবে এই মুহুর্তে এগিয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা৷

Stadion Santiago Bernabeu Empfang Cristiano Ronaldo
খেলা হবে রিয়ালের নিজস্ব স্টেডিয়াম বার্নাব্যুতেছবি: AP

কিন্তু রিয়াল মাদ্রিদের রয়েছে এই মুহুর্তের বিশ্বের সবচে দামি খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ অপরদিকে ইনজুরির কারনে ব্রাজিলিয়ান স্ট্রাইকার কাকা খেলতে পারছেন না৷ তবে বার্সেলোনাকে যেটি মোকাবেলা করতে হবে, সেটি আসলে কেবল রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের নয়৷ স্টেডিয়াম ভর্তি হাজার হাজার রিয়াল সমর্থকদের৷ মাত্র দুই শতাধিক বার্সা সমর্থক আজ মাদ্রিদ যাবেন নিজ দলের সমর্থনে এমন খবর পাওয়া গেছে৷ কিন্তু বার্সেলোনার সমর্থকরা যেতে না পারলেও এই ম্যাচ যতই এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে সমর্থকদের মধ্যে৷ আর এই সুযোগেই তরতর করে চড়ে গেছে টিকিটের দাম৷

স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে শনিবারের ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১০০০ ইউরো দামে৷ ম্যাচ যত এগিয়ে আসবে ততই কালোবাজারীরা এই টিকিটের দাম আরো বাড়িয়ে দেবে৷ মনে করা হচ্ছে টিকিটের দাম দেড় হাজার ইউরো পর্যন্ত বাড়তে পারে৷ যদিও বার্নাব্যুরে স্টেডিয়ামের আশেপাশেই এগুলো ঘটছে কিন্তু মাদ্রিদের পুলিশ যেন দেখেও দেখছে না৷ কালোবাজারীদের মুল টার্গেট বিদেশ থেকে আসা দর্শকরা৷ ইতিমধ্যে হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে ইন্টারনেটে৷ এছাড়া রিয়াল ক্লাবের কাছে মিডিয়া টিকিটের জন্য অনুরোধ জানানো হয়েছে ৭০ টি দেশের কাছ থেকে৷ শখানেক দেশে আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: জাহিদুল হক