1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজকের যুগে মানুষের জীবনে কম্পিউটারের প্রভাব

২১ এপ্রিল ২০১০

কম্পিউটার ছাড়া আজকাল শহুরে মানুষের জীবন অচল৷ আর আধুনিক বিশ্বে, শিশুদেরও পেয়ে বসেছে কম্পিউটারের নেশায়৷ আর এর রয়েছে নেতিবাচক প্রভাবও৷

https://p.dw.com/p/N227
কম্পিউটারের সামনে ব্যস্ত তরুণ প্রজন্মছবি: picture-alliance / dpa/dpaweb

অত্যাধুনিক যুগ আর প্রযুক্তি দুটোই আসলে অঙ্গাঙ্গিভাবে যুক্ত৷ আর প্রযুক্তির কথা বলতে গেলে প্রথমেই যে বিষয়টি সামনে চলে আসে সেটি হচ্ছে কম্পিউটার৷ ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকাটা কতোখানি প্রভাব ফেলে মানুষের জীবনে ?

অফিস আদালত থেকে শুরু করে, খেলা ,অর্থাৎ কম্পিউটার গেম এবং বাড়িতে বসে কম্পিউটারে কাজ, সবই কিন্তু এ যুগের অত্যাধুনিক প্রযুক্তি৷ কম্পিউটার ছাড়া আজকাল শহুরে মানুষের জীবন অচল৷ আর আধুনিক বিশ্বে, শিশুদেরও পেয়ে বসেছে কম্পিউটারের নেশায়৷ কিন্তু কম্পিউটার কি শুধুই ইতিবাচক প্রভাব ফেলে মানুষের জীবনে নাকি নেতিবাচক প্রভাবও রয়েছে কম্পিউটারের?

Flash-Galerie Gamescom Köln 2009
শিশুদের কাছে কম্পিউটার গেম নেশার মতছবি: Foto:Koelnmesse

কম্পিউটারের প্রভাবটা আসলে নির্ভর করে যন্ত্রটির গতির ওপরও৷ ধীর গতির কম্পিউটার মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে৷ এর ফলে যে কেউ 'আওয়ারগ্লাস বা বালিঘড়ি সিনড্রমে' ভুগতে পারেন৷ নতুন ছবি, গান, বা ভিডিও ডাউনলোড করতে গিয়ে সাধারণত কম্পিউটার ব্যবহারকারীরা অতিরিক্ত চাপে ভোগেন৷ আর এই 'আওয়ারগ্লাস বা বালিঘড়ি সিনড্রম' হচ্ছে হতাশার একটি সমন্বিত রূপ৷

এতো গেলো প্রাপ্ত বয়স্কদের কম্পিউটার ব্যবহারের কথা৷ আজকাল দেখা যায় চার সাড়ে চার বছর বয়সের অনেক শিশুও অনেকটা সময় ব্যয় করে কম্পিউটারের সামনে৷ চার থেকে সাড়ে চার এবং ছয় বছর বয়সের শিশুদের ওপর যুক্তরাষ্ট্রের অরিগন বিশ্ববিদ্যলয়ের চালানো এক জরিপে দেখা গেছে, এই বয়সের যে সব শিশু কম্পিউটারের সামনে অধিকাংশ সময় ব্যয় করছে তাদের মধ্যে হতাশায় ভোগার কিছু নমুনা দেখা গেছে৷ যা স্বল্প সময় কম্পিউটার ব্যবহারকারী শিশুদের তুলনায় বেশি৷ গবেষক দলের প্রধান থিওডোর ই গার্ডনার মনে করেন, এসব কারণে কম্পিউটারের অতিরিক্ত ব্যবহার সামাজিক সমস্যা তৈরি করতে পারে৷ দেখা গেছে, যেসব শিশু কম্পিউটারের সামনে অতিরিক্ত সময় ব্যয় করছে, তারা এসেছে বিত্তবান পরিবার থেকে৷ গার্ডনার বলেন, সামাজিক উন্নয়নে কম্পিউটার ব্যবহারের প্রভাবটা আসলে জরুরি৷ কেননা নতুন জেনারেশনের মধ্যেই কম্পিউটারের ব্যবহার বেশি৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারুক