1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আকস্মিক আফগানিস্তান সফরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী

৯ জানুয়ারি ২০১১

জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে এক আকস্মিক সফরে বর্তমানে আফগানিস্তানে রয়েছেন৷ এর আগে তিনি পাকিস্তান সফর করেন৷ এসময় সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে পাকিস্তানকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন ভেস্টারভেলে৷

https://p.dw.com/p/zvSo
জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলেছবি: picture-alliance/dpa

আকস্মিক আফগানিস্তান সফর

আফগানিস্তান থেকে জার্মান সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে এই মুহূর্তে বেশ আলোচনা শোনা যাচ্ছে৷ গত ডিসেম্বরেই ভেস্টারভেলে জানিয়েছিলেন, জার্মান সরকার ২০১১ সালের শেষ নাগাদ আফগানিস্তানে সেনা সংখ্যা কমানো শুরু করতে চায়৷ ২০১৪ সাল নাগাদ আফগানিস্তান থেকে সকল জার্মান সেনা ফিরিয়ে আনারও পরিকল্পনা করছে সরকার৷ ধারণা করা হচ্ছে, এই বিষয়ে আফগান শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করবেন ভেস্টারভেলে৷ কাবুলে রবিবার তিনি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং পররাষ্ট্রমন্ত্রী সালমাই রাসুলের সঙ্গে বৈঠক করবেন৷

সহায়তার আশ্বাস

দু'দিনের পাকিস্তান সফরের শেষদিকে সেদেশের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠক করেন ভেস্টারভেলে৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে পাকিস্তানকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন৷ তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ এই সময় আফগান সীমান্তসংলগ্ন পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপরও গুরুত্ব দেন ভেস্টারভেলে৷ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশি অবশ্য, সন্ত্রাসবাদ মোকাবিলায় জার্মানির কাছ থেকে সামরিক সরঞ্জামের সহায়তা চেয়েছেন৷

পাকিস্তানে সংবাদ সম্মেলনে ভেস্টারভেলেকে অস্ত্র সহায়তা বিষয়ে প্রশ্ন করেন এক সংবাদিক৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী সতর্কতার সঙ্গে জানান, অস্ত্র রপ্তানির ক্ষেত্রে জার্মানির নিয়মকানুন বেশ নিয়ন্ত্রণপ্রবণ৷ তবে, তিনি পাকিস্তানের বাণিজ্য খাতকে সহায়তায় ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য নীতি শিথিলের চেষ্টা করবেন বলে জানিয়েছেন৷ এছাড়া, পাকিস্তানের বন্যা দুর্গতদেরকে সহায়তাও অব্যাহত রাখবে জার্মানি৷

সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট দিনক্ষণ

জার্মান নিউজ ম্যাগাজিন ফোকাস শনিবার জানিয়েছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের একেবারে সুনির্দিষ্ট কোন তারিখ এখনো নির্ধারণ করেনি জার্মান সরকার৷ বলাবাহুল্য, এই মুহূর্তে আফগানিস্তানে সাড়ে চার হাজারের বেশি জার্মান সেনা মোতায়েন রয়েছেন৷ আফগান মিশন শুরুর পর এখন পর্যন্ত সেখানে জার্মান সেনা মৃত্যুর সংখ্যা ৪৫৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা