1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আউট করে বোলার খুশি!

১৬ মার্চ ২০১৭

অস্ট্রেলিয়ার একটি আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতার এক ম্যাচে বোলার ব্যাটসম্যানকে বোল্ড করার পর আনন্দ প্রকাশ করছিলেন৷ কিন্তু ব্যাটসম্যানের তা পছন্দ না হওয়ার কারণেই ঘটে বিপত্তি৷

https://p.dw.com/p/2ZJmC
ক্রিকেট বল
প্রতীকী ছবিছবি: picture alliance/dpa/D.Chakraborty

অ্যালবোরি ওডোঙ্গা নামের ঐ প্রতিযোগিতার একটি ম্যাচে অংশ নিচ্ছিল ইয়াকানডান্ডাহ ও এস্কডেল নামের দুটি দল৷ ইয়াকানডান্ডাহ দলের একজন বোলার এস্কডেলের এক ব্যাটসম্যানকে বোল্ড করার পর সেই সাফল্য উদযাপন করতে করতে ব্যাটসম্যানের দিকে ছুটে যাচ্ছিলেন৷ সেই সময় ব্যাটসম্যান তা সহ্য করতে না পেরে ঐ বোলারকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন৷ পর মুহূর্তেই ঐ ব্যাটসম্যানের অবস্থানও হয় মাটিতে, কেননা, বোলারের দলের এক সহকর্মী তাঁকে আঘাত করেছিলেন৷

এই অনাকাঙ্খিত ঘটনার জন্য তিন ক্রিকেটারকেই শাস্তি পেতে হয়েছে৷ ফলে আগামী চার সপ্তাহের জন্য বরখাস্ত থাকবেন বোলার৷ আর ব্যাটসম্যান ও অন্য ফিল্ডারকে মাঠের বাইরে থাকতে হবে আগামী জানুয়ারি পর্যন্ত৷

ঐ প্রতিযোগিতার আয়োজকদের প্রধান মাইকেল এরদেলজ্যাক স্থানীয় এক টিভি চ্যানেলকে বলেন, ‘‘খেলা নিয়ে আবেগ থাকবে, তা স্বাভাবিক৷ কিন্তু তাতে বাড়াবাড়ি ঠিক নয়৷ এক্ষেত্রে সেটিই ঘটেছে৷''

গত সপ্তাহান্তের ঐ ঘটনার একটি ভিডিও অনলাইনে প্রকাশ হলে সেটি ভাইরাল হয়ে যায়৷

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য