1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাচ্চুকে ঘিরে বিতর্কে ‘সা রে গা মা পা’

৯ নভেম্বর ২০১৮

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-য় গত রবিবার শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশের সদ্য প্রয়াত কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চুকে৷ কিন্তু শিল্পীর নামের বানান ভুল লেখায় শুরু হয়েছে বিতর্ক৷

https://p.dw.com/p/37w3g
ছবি: bdnews24.com

ভারতের গানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-য় গত রবিবার প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাতে মঞ্চে আসেন ভারত ও বাংলাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী৷মঞ্চে তখন রীতিমতো তারকার সমাবেশ৷ ড্রামস বাজাচ্ছেন অভিনেতা যীশু সেনগুপ্ত, গানে অনুপম রায় আর গিটার হাতে শান্তনু মৈত্র ও রূপঙ্কর৷তাঁদের পাশেই গলা মেলাচ্ছেন শ্রীকান্ত আচার্য, ইমন চক্রবর্তী, মোনালি ঠাকুরের মতো কন্ঠশিল্পীরাও৷সবার মাঝে মধ্যমণি হয়ে আইয়ুব বাচ্চুর ‘রুপালি গিটার’ গানটি ধরেন বাংলাদেশের তরুণ গায়ক, নোবেল৷

‘সা রে গা মা পা’-র মঞ্চে গান গেয়ে ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছেন এই অনুষ্ঠানের অন্যতম প্রতিযোগী নোবেল৷ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে লক্ষাধিক মানুষ দেখেছেন এই অনুষ্ঠানের ভিডিও৷

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Famrbd.tv%2Fvideos%2F185433392337926%2F&show_text=0&width=560" width="560" height="322" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

বিতর্ক শুরু হয় সেই অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর নামের বানান ভুল লেখার কারণে৷ সোশাল মিডিয়ায় দুই বাংলার মানুষ প্রবল সমালোচনা করছেন এই ভুলের৷ তবে বিতর্ক ছাপিয়ে সবার আলোচনায় ঘুরেফিরে উঠে আসছে এই মহান শিল্পীর অসাধারণ প্রতিভার কথাই৷

এসএস/এসিবি