1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইভরি কোস্টে ওয়াতারার হোটেলে বাগবোর সেনাদের হামলা

১০ এপ্রিল ২০১১

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া আর পশ্চিম আফ্রিকার আইভরি কোস্ট৷ একটির আছে তেল, আর আরেকটির কোকো৷ ফলে দুটো দেশই মোটামুটি মানের ধনী বলা যায়৷ কিন্তু এখন সেখানে চলছে রাজনৈতিক অস্থিরতা৷

https://p.dw.com/p/10qk4
ওয়াতারার হোটেল পাহারায় জাতিসংঘ বাহিনীছবি: AP

আইভরি কোস্ট

সেখানে চলছে পাল্টাপাল্টি আক্রমণ৷ দিন কয়েক আগে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারার সমর্থিত বাহিনী আত্মস্বীকৃত প্রেসিডেন্ট লোরঁ বাগবোর বাড়িতে হামলা করেছিল৷ কাল শনিবার সেটা ফিরিয়ে দিয়েছে বাগবোর অনুগত বাহিনী৷ জানা গেছে, বিকেলের দিকে ওয়াতারা যে হোটেলে থেকে তাঁর গঠিত সরকার পরিচালনা করছেন সেখানে হামলা চালায় বাগবোর বাহিনী৷ জাতিসংঘের মুখপাত্র ও প্রত্যক্ষদর্শীরা এই খবর দিয়েছেন৷ তবে বাগবোর মুখপাত্রের দাবি, এটা সত্যি নয়৷ উল্টো জাতিসংঘ এই কথা বলায় সংস্থাটির সমালোচনা করেছেন বাগবোর মুখপাত্র৷ তিনি বলছেন, এটা আবারও প্রমাণিত হলো যে, জাতিসংঘ এখানে পক্ষপাতিত্ব করছে৷

Verletzter libyscher Rebell kommt ins Krankenhaus
লিবিয়ায় বিদ্রোহীরা ক্রমাগত মার খাচ্ছেছবি: AP

লিবিয়া

বিদ্রোহীরা ক্রমাগত মার খেয়ে যাচ্ছে৷ গতকাল শনিবার মিসরাতায় গাদ্দাফি বাহিনীর হামলায় কমপক্ষে ৩০ জন বিদ্রোহী সেনা মারা গেছেন বলে জানিয়েছে খোদ বিদ্রোহীরাই৷ তারা বলছে, গাদ্দাফি বাহিনী মিসরাতা শহরের তিন দিক দিয়ে হামলা করেছিল৷ তবে তারপরও শহরটির দখল এখনো তাদের কাছেই রয়েছে বলে জানিয়েছে বিদ্রোহীরা৷ উল্লেখ্য, মিসরাতার অবস্থান রাজধানী ত্রিপোলি থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে৷ এবং এটা একটা উল্লেখযোগ্য বন্দর৷ বিশেষজ্ঞদের ধারণা, অনেকদিন যুদ্ধ চালিয়ে যেতে গাদ্দাফির এই বন্দরটি প্রয়োজন৷ সেজন্য মিসরাতার দখল নিতে তিনি সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ অন্যদিকে বিদ্রোহীরা চাইছে যে করেই হোক শহরের নিয়ন্ত্রণ ধরে রাখতে৷ কারণ এটিই পশ্চিমাঞ্চলের একমাত্র শহর যেটার নিয়ন্ত্রণ রয়েছে তাদের কাছে৷

এদিকে অন্য একটি খবরে জানা গেছে, আরেক শহর ব্রেগার আকাশে থাকা বিদ্রোহীদের দুটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে গাদ্দাফি বাহিনী৷ লিবিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন৷ এছাড়া তিনি ন্যাটোর সমালোচনা করেছেন৷ কারণ তিনি বলছেন জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী লিবিয়ার আকাশে এখন উড়াল নিষেধাজ্ঞা থাকলেও বিদ্রোহীদের হেলিকপ্টার উড্ডয়নের অনুমতি দিয়েছে ন্যাটো৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য