1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইভরিকোস্টে নিহত এক জার্মান

১৪ মার্চ ২০১৬

পশ্চিম আফ্রিকার দেশ আইভরিকোস্টের এক সৈকত শহরের তিন হোটেল লক্ষ্য করে রবিবার গুলি ছোড়ে সন্ত্রাসীরা৷ এতে আবিদজানে অবস্থিত জার্মানির গ্যোটে ইনস্টিটিউটের প্রধান সহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/1ICqu
Elfenbeinküste Anschlag Grand Bassam in Abidjan
ছবি: Reuters/J. Penney

ডয়চে ভেলের লাগোস প্রতিনিধি ইয়ান-ফিলিপ শলৎস গ্যোটে ইনস্টিটিউটের প্রধান হামলায় নিহত হওয়ার খবর দিয়েছেন৷

এর আগে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার একজন জার্মানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন৷

জার্মান বার্তা সংস্থা ডিপিএ পুলিশ মুখপাত্র ব্রেদ্যু এম'বিয়ার বরাত দিয়ে নিহতের সংখ্যা কমপক্ষে ২২ বলে জানিয়েছে৷ আইভরিকোস্টের স্বরাষ্ট্রমন্ত্রী হামেদ বাকাইয়োকো জানান, নিহতদের মধ্যে জার্মানি ছাড়াও ফ্রান্স, বুর্কিনাফাসো, মালি ও ক্যামরুনের নাগরিক রয়েছেন৷

দেশটির বাণিজ্যিক রাজধানী আবিদজান থেকে ৪০ কিলোমিটার দূরে গ্র্যান্ড বাসাম শহরে এই ঘটনা ঘটে৷ হামলাকারী ছয়জনও নিহত হয়েছে৷

আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট উত্তর আফ্রিকার জঙ্গি গোষ্ঠী ‘আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব' বা একিউআইএম হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ৷

একিউআইএম এক বিবৃতিতে তাদের তিনজন যোদ্ধা নিহত হওয়ার খবর জানিয়েছে৷

প্রথম ঘটনা

আইভরিকোস্টে জিহাদি হামলার এটাই প্রথম ঘটনা৷ অবশ্য গত এক বছর ধরে এমন হামলা হতে পারে বলে দেশটিকে সতর্ক করে দিয়েছিল দেশটির সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের গোয়েন্দা সংস্থা৷

রবিবারের হামলার মূল লক্ষ্য ছিল বিদেশিরা৷ গ্র্যান্ড বাসাম শহরটি পর্যটকদের বেশ প্রিয়৷ এর আগে গত বছরের জুন মাসে টিউনিশিয়ার এক সৈকতে প্রায় একই ধরণের হামলা চালিয়েছিল ইসলামি জঙ্গিরা৷ তাতে ৩৮ জন বিদেশি পর্যটক নিহত হয়েছিল৷

Elfenbeinküste Anschlag Grand Bassam in Abidjan
আইভরিকোস্টে জিহাদি হামলার এটাই প্রথম ঘটনাছবি: Reuters/L. Gnago

এছাড়া জানুয়ারি মাসে বুর্কিনা ফাসোর রাজধানীতে জঙ্গিদের হামলায় ৩০ জন নিহত হন৷ তারও আগে গত নভেম্বরে মালিতে হামলায় ২০ জন নিহত হয়েছিলেন৷

আন্তর্জাতিক সহায়তা

জাতিসংঘ সহ যুক্তরাষ্ট্র ও ফ্রান্স হামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের ধরতে আইভরিকোস্টকে সহায়তার ঘোষণা দিয়েছে৷ ফ্রান্সের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সে দেশে যাবেন বলে জানিয়েছেন৷

তুরস্কে আবারও হামলা

এদিকে, রবিবার তুরস্কের রাজধানী আংকারায় বোমা হামলার ঘটনা ঘটেছে৷ এতে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন৷ শহরের কিজিলায় চত্বরে একটি বাস স্টপেজে এই হামলা করা হয়৷ এলাকাটির কাছেই তুরস্কের সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও কয়েকটি বিদেশি দূতাবাস অবস্থিত৷

কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টি, পিকেকে এই হামলা চালিয়েছে বলে এএফপিকে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা৷ হামলাকারীদের মধ্যে একজন নারী ছিল যে পিকেকে'র সঙ্গে যুক্ত বলে সরকার মনে করছে৷ এই হামলার পর সোমবার ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে তুরস্ক৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য