1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আইএসএস’ এর উদ্দেশে রওনা দিল ডিসকভারি

৬ এপ্রিল ২০১০

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) এর উদ্দেশে সফলভাবে যাত্রা শুরু করলো নাসা’র মহাকাশ যান ডিসকভারি৷ এ ধরণের কোনো ফ্লাইটে প্রথমবারের মতো তিন নারীসহ মোট সাত নভোচারী রয়েছেন ডিসকভারিতে৷

https://p.dw.com/p/Mo9l
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর উদ্দেশে রওনা দিচ্ছে ডিসকভারিছবি: AP

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ২১ মিনিটে যাত্রা শুরু করে মহাকাশ যানটি৷ ডিসকভারির এই যাত্রার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা'র ১৩১তম মহাকাশ মিশন শুরু হল৷ আগামী বুধবার ডিসকভারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছবে এবং সেখানে প্রায় ৯ দিন অবস্থান করবে বলে আশা করা হচ্ছে৷

এই অভিযাত্রায় ডিসকভারি ইটালির তৈরি একটি কার্গোতে করে বৈজ্ঞানিক সরঞ্জামাদি এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্থাপিত গবেষণাগারের জিনিসপত্র নিয়ে যাচ্ছে৷ এছাড়াও প্রয়োজনীয় রসদপত্রসহ স্টেশনটির ক্রু'দের জন্য খাবার দাবারও নিয়ে যাচ্ছে ডিসকভারি৷

Discovery landet in Kalifornien
এ বছরেই মহাকাশ অভিযান থেকে অবসরে যাচ্ছে ডিসকভারিছবি: Foto: ap

ডিসকভারির এই মিশনের কমান্ডার অ্যালান পয়েনডেক্সার৷ নভোচারী রিক মাস্টারিচ্চিও এবং ক্লে এন্ডারসন ‘স্পেসওয়াক'-এর মাধ্যমে ‘আইএসএস' এর ত্রুটিপূর্ণ ‘গাইরোস্কোপ' ঠিক করবেন বলে আশা করা হচ্ছে৷ এছাড়া ডিসকভারির নভোচারী ও অন্যন্য ক্রু'রা মিলে সেখানকার বহুমাত্রিক গবেষণাগারটির নতুন যন্ত্রপাতি সংযোজনের কাজ করবেন৷

পৃথিবী থেকে ২২০ মাইল দূরের ওই মহাকাশ স্টেশনটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৮ সাল থেকে৷ ২০১১ সালের মধ্যে স্টেশনটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা৷

এদিকে, এ বছরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে ডিসকভারির মহাকাশ অভিযান৷ এবার মহাকাশ স্টেশন থেকে ফিরে আসার পর আর মাত্র তিনবার মহাকাশে যাবে ডিসকভারি৷ নাসার বাজেট ঘাটতি এবং পুরনো হয়ে যাওয়া এই নভোযান কতোটা নিরাপদ সেইসব বিবেচনা থেকেই অবসরে পাঠানো হবে স্বনামধন্য ডিসকভারিকে৷ তারপর তার ঠাঁই হবে অবশ্যই মিউজিয়ামে৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পদনা : দেবারিত গুহ