1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএমএফ-এর কাছে এখনো আর্থিক সাহায্য চায়নি গ্রিস : ডেভিড হলি

২৫ ফেব্রুয়ারি ২০১০

গ্রিসকে আর্থিক সঙ্কট উত্তরণে আইএমএফ প্রস্তুত৷ জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বৈদেশিক সম্পর্ক বিভাগের উর্ধ্বতন উপদেষ্টা ডেভিড হলি৷ আর্থিক সাহায্যের আবেদন অবশ্য গ্রিস এখনও করেনি৷

https://p.dw.com/p/MAJr
গ্রিসকে সাহায্য করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রস্তুত - কিন্তু শেষ রক্ষা হবে কি ?

গ্রিসের অর্থনৈতিক সংকটকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল কিভাবে দেখছে ?

‘‘আমরা আগেই বলেছি গ্রিসকে সাহায্য করতে আমরা প্রস্তুত৷ যেমন প্রস্তুত ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্যদেশগুলো৷ ইউরোপীয় বেশ কিছু নেতাদের সঙ্গে তাল রেখে আমরা বলছি, বিশেষজ্ঞ এবং প্রযুক্তিগত যত ধরণের সাহায্যের প্রয়োজন তার সবটাই আমরা করবো৷''

কোন ধরণের বিশেষজ্ঞ বা প্রযুক্তিগত সাহায্যের কথা এখানে বলা হচ্ছে ?

‘‘অনেক দেশকেই আই এম অফ বিশেষজ্ঞ এবং পরামর্শদাতা দিয়ে সাহায্য করে যাচ্ছে৷ আই এম এফের টেকনিক্যাল অ্যাসিসট্যান্স টিম জানুয়ারি মাসে এথেন্স গিয়েছিল এবং তারা আয়কর বিভাগ , আয়কর নীতি, বাজেট ব্যবস্থাপনা এবং অবসর ভাতার কিছু পরিবর্তনের কথা উল্লেখ করেছে৷ ভবিষ্যতে যদি আরো সাহায্যের প্রয়োজন হয় - আমরা প্রস্তুত রয়েছি৷ ''

গ্রিসের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০১০ সালের মধ্যে যে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে সেখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ভূমিকা কি ?

‘‘আমাদের কাছে এ পর্যন্ত গ্রিস শুধুমাত্র টেকনিক্যাল অ্যাসিসট্যান্স চেয়ে পাঠিয়েছে৷ আমি আগেই বলেছি গ্রিস যে কোন ধরণের সাহায্যই চাক না কেন তার পুরোটাই গ্রিস আমাদের কাছ থেকে পাবে৷ তবে নির্দিষ্ট করে কোন খাতে কিভাবে সাহায্য করা হবে - সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না৷ ''

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে গ্রিস কি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে ?

‘‘এখন পর্যন্ত গ্রিস আর্থিক সাহায্যের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে আবেদন করেনি৷ ''

প্রতিবেদক: মারিনা জোয়ারদার

সম্পাদক: আবদুল্লাহ আল-ফারূক