1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকায় পথদুর্ঘটনা, মৃত অন্তত ১০ অভিবাসী

৫ আগস্ট ২০২১

অ্যামেরিকায় টেক্সাসের কাছে নিয়ন্ত্রণ হারায় একটি ভ্যান। হাইওয়েতে উল্টে অন্তত ১০ অভিবাসীর মৃত্যু।

https://p.dw.com/p/3yZ1w
দুর্ঘটনা
ছবি: Irwin Thompson/TNS/ZUMA Wire/picture alliance

বুধবার মেক্সিকো সীমান্ত থেকে ৩০ জন অভিবাসীকে নিয়ে ভ্যানটি টেক্সাসের দিকে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, হাইওয়েতে একটি বাঁকের মুখে আচমকাই ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে একটি ইউটিলিটি পোস্ট এবং তারপর রোড সাইনে গিয়ে ধাক্কা মারে ভ্যানটি। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। উদ্ধারকারীরা ভ্যান থেকে একের পর এক মৃতদেহ এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে। ১৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেরই চোট গুরুতর। বেসরকারি সূত্রের দাবি, ১১জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভ্যানটিতে ১৫জন যাত্রী নেওয়ার কথা। কিন্তু নিয়ম ভেঙে তাতে ৩০জন যাত্রী তোলা হয়। হাইওয়েতে ভ্যানের গতিবেগও বেশি ছিল। সে কারণেই তা নিয়ন্ত্রণ হারায় বলে মনে করা হচ্ছে। মেক্সিকোর সঙ্গে যোগাযোগ করেছে মার্কিন অভিবাসন মন্ত্রণালয়। অভিবাসীদের চিহ্নিত করে দেশে ফেরানোর জন্য আবেদন করা হয়েছে।

এর আগেও অ্যামেরিকা-মেক্সিকো সীমান্তে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। অভিবাসীদের বেপরোয়া ভাবে অ্যামেরিকায় ঢোকাতে গিয়ে এ ধরনের দুর্ঘটনা ঘটে বলে দাবি টেক্সাস পুলিশের।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)