1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকার সর্বকনিষ্ঠ সেরা সুন্দরী স্ক্যানলান

১৭ জানুয়ারি ২০১১

সুন্দরীরা বোকা হয়, এই ধারণাটি যে মিথ্যে তা আবারও প্রমাণ করলেন মিস অ্যামেরিকা টেরেসা স্ক্যানল্যান৷ নেব্রাস্কার সতেরো বছর বয়সি এই পিয়ানোবাদক পরেছেন ৯০তম মিস অ্যামেরিকার মুকুট৷

https://p.dw.com/p/zybk
২০০৪সালে মিস অ্যামেরিকাছবি: AP

এই যাবত সুন্দরীদের মধ্যে তিনি সবচেয়ে কনিষ্ঠ৷ গান-বাজনার সঙ্গে আগে থেকেই জড়িত টেরেসা৷ তাই মঞ্চের বর্ণাঢ্য কোন অনুষ্ঠান তাঁর কাছে নতুন কিছু নয়৷ আগে থেকেই পিয়ানোবাদক হিসেবে তাঁর পরিচিতি মিস অ্যামেরিকার মুকুটকেও যেন ম্লান করে দিচ্ছিল৷ অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে এই সুন্দরী বলেন, ‘‘তুমি কোথায় থেকে এসেছো, সেটা বড় বিষয় নয়৷ তুমি চাইলে যে কোন কিছু ভালোভাবে করতে পারো৷ এমনকি তোমার বয়স কত, এটাও কোনো বড় বিষয় নয়৷''

টেরেসার বয়স কিন্তু একটা ইস্যুতে পরিণত হয়েছিলো বিচারকদের কাছে৷ তাঁর বয়স বিবেচনা করা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিলো বিচারকদের মধ্যে৷ টিভি শো ‘ডেসপারেট হাউসওয়াইভস' এর স্রষ্টা মার্ক চেরি বলেন, ‘‘আমি বলবো যে, সতেরো বছরের একটি মেয়ে কীভাবে মিস অ্যামেরিকা হবে, এই বিষয়টি নিয়ে প্রথমে আমার নিজেরও সংশয় ছিলো৷ কিন্তু টেরেসা এমন একটি মেয়ে, যে কেবল সুন্দরী নয়, সমসাময়িক বিভিন্ন বিষয়, পপ সংস্কৃতি এবং প্ল্যাটফর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে৷''

মিস অ্যামেরিকা হিসেবে টেরেসা পেলেন হীরাখচিত মাথার তাজ এবং ৫০ হাজার ডলারের বৃত্তি৷ আইন নিয়ে পড়াশুনার ইচ্ছা রয়েছে তাঁর৷ তাই এই টাকাটা পড়াশোনার কাজে ব্যয় করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷

ইয়ুগোস্লাভিয়ার অভিবাসী মায়ের সাত সন্তানের মধ্যে একজন টেরেসা৷ সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১০ প্রতিযোগীর মধ্যে পিয়ানো বাজিয়ে তিনি তাঁর বুদ্ধিমত্তা জাহির করেন৷ উল্লেখ্য, টেরেসাকে শিরোপা পরানোর সময় উপস্থিত ছিলেন ৪৭ জন সাবেক অ্যামেরিকান সুন্দরী৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন