1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ত্র রাজনীতি ব্যর্থ হলো?‌

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৬ মার্চ ২০১৮

প্রশাসনের নির্দেশ ছিল অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল না করতে৷ তা সত্ত্বেও অস্ত্র নিয়েই মিছিল হলো পশ্চিমবঙ্গের জেলায় জেলায়৷ কিন্তু তার মধ্যেই দেখা গেল অন্য ছবি৷

https://p.dw.com/p/2uzKH
ছবি: picture-alliance/dpa/Zumapress

যেসব জায়গায় রামনবমী উপলক্ষে প্রতীকী অস্ত্র নিয়ে মিছিল আগে থেকে হয়ে এসেছে, সেই কয়েকটি মিছিল বাদে পশ্চিমবঙ্গে আর কোথাও অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না৷ স্পষ্ট এই নির্দেশ দিয়ে রেখেছিল প্রশাসন৷ কিন্তু কার্যত সেই নির্দেশ অমান্য করে, কিছুটা প্রশাসনকে যেন চ্যালেঞ্জ জানিয়েই সারা পশ্চিমবঙ্গ জুড়ে রামনবমীর মিছিল হলো ত্রিশূল, তলোয়ার, এমনকি বন্দুক নিয়েও!‌ পুরুলিয়ায় ‘জয় শ্রীরাম’ লেখা পতাকার সঙ্গেই আন্দোলিত হলো হাতে ধরা রিভলভার৷ সিউড়িতে ছোট ছোট বাচ্চাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে হাঁটানো হলো মিছিলে৷ রামপুরহাটে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি হিন্দু জাগরণ মঞ্চের মিছিলের আগে আগে হাঁটলেন হাতে ত্রিশূল নিয়ে৷ যদিও সেই মিছিলে আর কারও হাতে অস্ত্র ছিল না৷ বরং ফের দৃষ্টান্ত হয়ে রইলো বীরভূম৷ এর আগে অস্ত্রহীন মহরমের মিছিল হয়েছিল বীরভূমে, এবার রাম নবমীর মিছিলও অস্ত্রমুক্ত রইলো৷ কিছু অতি উৎসাহী অস্ত্রশস্ত্র নিয়ে এলেও আয়োজকরা তাদের অনুরোধ করেন অস্ত্র নিয়ে মিছিলে না যেতে৷

ঐ মিছিলে আমি আমন্ত্রিত ছিলাম: লকেট চ্যাটার্জি

কলকাতা শহরের মুসলিমপ্রধান এলাকায় রামনবমীর সশস্ত্র মিছিল করার উদ্যোগ ছিল চোখে পড়ার মতো৷ কিন্তু চমকে দিলেন বন্দর এলাকা খিদিরপুরের বাসিন্দারা৷ প্রবল গরমের মধ্যে মিছিল করে আসা গেরুয়া ঝান্ডাধারীদের জল, সরবত খাওয়ালেন মুসলিমরা৷ সেই ছবি টিভিতে, খবরের কাগজে ছাপা হওয়ার পর কেউ কেউ যদিও বলছেন, পুরোটা সাজানো৷ কিন্তু এই মতটাও প্রবল হচ্ছে যে, পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িকতাবিরোধী পরিবেশ আছে, সেখানে হিন্দুত্ববাদীদের এই অস্ত্র রাজনীতি অত সহজে প্রভাব ফেলতে পারবে না৷ সাংবাদিক, সমাজকর্মী প্রিয়ম সেনগুপ্ত যেমন ওই শরবত খাওয়ানোর ছবি ফেসবুকে পোস্ট করে মন্তব্য করেছেন, এবার তা হলে মহরমের মিছিলে জল খাওয়াক হিন্দুরা! যদিও প্রিয়ম ডয়চে ভেলেকে জানালেন, তিনি আদতে ব্যাঙ্গার্থে ওই মন্তব্য করেছেন যে, এই সম্প্রীতির ছবি আসলেই সাজানো৷ একটা হাসিখুশি মুখ তুলে ধরা, যেটা সম্ভবত চাপিয়ে দেওয়া৷ মুসলিমদের দিয়ে শরবত খাওয়ানো হলো, কিন্তু উল্টোটা হয়ত কখনোই হবে না, যেখানে একজন হিন্দু এগিয়ে যাবেন একজন তৃষ্ণার্ত মুসলিমকে জল খাওয়াতে৷

শরবত খাওয়ানোর ছবি সম্পর্কে বলছেন প্রিয়ম সেনগুপ্ত

এছাড়া কলকাতায় রামনবমীর মিছিলে উচ্চগ্রামে ডিজে মিউজিকের সঙ্গে নাচও দেখা গেছে৷ খড়গপুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কখনো তলোয়ার নিয়ে, কখনো গদা কাঁধে মিছিলে হেঁটেছেন৷ দু'‌হাতে লাঠি ঘুরিয়ে কসরত দেখাতেও দেখা গেছে তাঁকে৷ সেই ছবি টিভিতে ছড়িয়েছে গোটা রাজ্যে৷ অস্ত্র ছাড়াই মিছিল করেছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া মুকুল রায়৷ আর বিজেপির রামনবমীর মিছিলের পাল্টা নিরস্ত্র রামনবমী মিছিল করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা৷ কিন্তু ধর্মের বিরুদ্ধে পাল্টা ধর্মীয় কর্মসূচির এই উদ্যোগ বুমেরাং না হয়ে যায়, বলছেন বিরোধীরা৷