1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্কারেও সামাজিক সমস্যা

২৯ ফেব্রুয়ারি ২০১৬

এতক্ষণে সবাই জেনে গেছেন কে কে অস্কার পেয়েছেন৷ এবারের অস্কার অনুষ্ঠান এবং অস্কার পাওয়া ছবিগুলোতে কয়েকটি সামাজিক সমস্যার কথা উঠে এসেছে৷

https://p.dw.com/p/1I49Y
88. Oscarverleihung Oscars Red Carpet Kate Winslet und Leonardo DiCaprio
ছবি: Reuters/L. Nicholson

জানুয়ারিতে যখন অস্কারের মনোননয়ন ঘোষণা করা হয় তখন জানা যায় যে, টানা দ্বিতীয়বারের মতো কোনো কৃষ্ণাঙ্গ অভিনেতা-অভিনেত্রীর নাম সেই তালিকায় নেই৷ এর প্রতিবাদ শুরু হয় টুইটারে৷ হ্যাশট্যাগ ‘অস্কার্সসোহোয়াইট' ব্যবহার করে সারা দুনিয়ার টুইটার ব্যবহারকারী প্রতিবাদ জানাতে থাকেন৷ একসময় বিষয়টি এতই আলোচিত হয়ে ওঠে যে, বেশ কয়েকজন তারকা অস্কার অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেন৷

The woman behind #OscarsSoWhite

অস্কার অনুষ্ঠানের শুরুতে উপস্থাপক ক্রিস রক বর্ণবাদের অভিযোগের বিষয়ে একটি হাস্যরসপূর্ণ বক্তব্য রাখেন৷

গির্জায় শিশুদের যৌন নিপীড়ন

অস্কারের সেরা ছবি মনোনীত হয়েছে ‘স্পটলাইট'৷ যুক্তরাষ্ট্রের বস্টনের খ্রিষ্টান যাজকদের গির্জায় শিশুদের উপর যৌন নিপীড়নের কাহিনি ধামাচাপা দেয়ার ঘটনা উন্মোচন নিয়ে ফিল্মটি তৈরি হয়েছে৷ অস্কার পাওয়ার পর দেয়া বক্তব্যে প্রযোজক মাইকেল সুগার আশা করেন, এই সাফল্য সমস্যাটিকে ভ্যাটিকান পর্যন্ত পৌঁছে দেবে৷ পোপ ফ্রান্সিসের উদ্দেশ্যে তিনি বলেন, শিশুদের রক্ষা ও বিশ্বাস ফিরিয়ে আনার এখনই সময়৷

ক্যাম্পাসে ধর্ষণ

অস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন৷ লেডি গাগার সঙ্গে মিলে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ ঘটনার প্রতিবাদ সম্পর্কিত এক কর্মসূচিতে জড়িত আছেন৷ এই বিষয়ে লেডি গাগার ‘টিল ইট হ্যাপেনস টু ইউ' শীর্ষক একটি গান রয়েছে৷ অস্কার অনুষ্ঠানে লেডি গাগা গানটি পরিবেশন করেন৷ এই সময় ধর্ষণের শিকার কয়েকজন তাঁর সঙ্গে যোগ দেন৷

জলবায়ু পরিবর্তন

১৯৯৪ সাল থেকে মোট ছয়বার অস্কার মনোনয়ন পেয়েছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও৷ এইবার তিনি প্রথমবারের মতো অস্কার জিতলেন৷ পুরস্কার নেয়ার পর বক্তব্যে ডিক্যাপ্রিও জলবায়ু পরিবর্তন বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান৷

সমকামী অধিকার

‘বেস্ট অরিজিনাল সং' ক্যাটাগরিতে সেরা হন ব্রিটিশ সংগীত শিল্পী স্যাম স্মিথ, যিনি একজন সমকামী৷ তাঁর এই সাফল্য তিনি সমকামী, উভকামী ও হিজড়াদের উদ্দেশ্যে উৎসর্গ করেন৷

জেডএইচ/ডিজি (ডিপিএ)