1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অযোধ্যা মামলার রায়কে ঘিরে ভারতে নিশ্ছিদ্র নিরাপত্তা

২৯ সেপ্টেম্বর ২০১০

অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায় দেবেন এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চ আগামীকাল৷ এর প্রেক্ষিতে দেশে, বিশেষ করে স্পর্শকাতর রাজ্যগুলিকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে৷ জারি করা হয়েছে উচ্চ-সতর্কতা৷

https://p.dw.com/p/PPvr
ছবি: UNI

অযোধ্যায় বহু-প্রতীক্ষিত এবং বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমির মালিকানা মামলার রায় দেবেন এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চ আগামীকাল৷ অতি স্পর্শকাতর এই রায়কে কেন্দ্র করে যাতে অশান্তি না ছড়ায়, তারজন্য গোটা দেশে বিশেষ করে উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, কেরালা এবং মহারাষ্ট্রে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ স্তরে তৈরি রাখা হয়েছে৷ আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যগুলিকে সব রকম সাহায্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷

দেশের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম আজ এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন থাকছে সব মিলিয়ে এক লক্ষ ৯০হাজার পুলিশ৷ রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে এই সংখ্যা যথেষ্ট৷ সব বড় বড় রাজনৈতিক দল, ধর্মীয় নেতা ও অযোধ্যা বিবাদের সঙ্গে যুক্ত অন্যান্য সংগঠন আইন তথা বিচার বিভাগের ওপর আস্থা রাখার কথা বলেছেন৷ বিজেপি সরকার সেই লাইন ধরেই বিজেপি-শাসিত রাজ্যগুলিতে শান্তি বজায় রাখবেন বলে জানিয়েছেন৷

উত্তরপ্রদেশের অযোধ্যা, ফৈজাবাদ, মথুরা, বেনারস ও অন্য স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা বাহিনী আজ ফ্ল্যাগমার্চ করে৷ এলাহাবাদ হাইকোর্ট ও লক্ষ্ণৌ বেঞ্চ চত্বরে রয়েছে বাড়তি পুলিশ৷ যে তিনজন বিচারক এই রায় দেবেন তাঁদের এবং তাঁদের বাসভবনের জন্য দেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা কর্মী৷ নেপাল ও উত্তরাখণ্ডের সঙ্গে উত্তরপ্রদেশের সীমানা সীল করা হয়েছে৷ বিশেষ নজর রাখা হয়েছে ঐতিহাসিক সৌধ, ধর্মীয় স্থানগুলির দিকে৷ বন্ধ থাকবে স্কুল কলেজ৷ বন্ধ থাকবে মদের দোকান ও বাজির দোকান৷ প্রশাসনকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে সমাজবিরোধীদের গতিবিধির দিকে৷

জরুরি অবস্থার জন্য দেশের ৮টি স্থানে রাখা হয় বিমানবাহিনীর পরিবহন বিমান, যাতে অল্প সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনীকে পাঠানো যায়৷ উস্কানিমূলক বার্তা পাঠানো বন্ধ করতে মোবাইলে গোছা গোছা এসএমএস এবং এমএমএস নিষিদ্ধ করা হয়৷

পশ্চিমবঙ্গে পুলিশের কর্তা ব্যক্তিদের রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা৷ নজরদারি বাড়ানো হয় শপিং মল, বাসস্ট্যান্ড, রেল স্টেশন ও স্কুলগুলির চারপাশে৷ রায়ের পরে মেরুকরণের রাজনীতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন