1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভ্যন্তরীণ লিগের জন্য দুর্নীতি বিরোধী নীতিমালার নির্দেশ

২২ নভেম্বর ২০১০

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সব সদস্য দেশকে তাদের অভ্যন্তরীণ লিগগুলোর জন্যে দুর্নীতি বিরোধী নীতিমালা তৈরি করতে বলেছে৷ আর তা করতে বলা হয়েছে, আগামী এপ্রিলের মধ্যে৷

https://p.dw.com/p/QFBd
David Morgan, ICC, President, Dave Richards, chief executive, International, Cricket, Council, আন্তর্জাতিক, ক্রিকেট , কাউন্সিল, আইসিসি
ফাইল ছবিছবি: AP

পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে স্পট-ফিক্সিং বা পাতানো খেলার অভিযোগ উঠার পরে দুর্নীতি বিরোধী নীতিমালা তৈরির এই নির্দেশ দেওয়া হলো৷ গত সেপ্টেম্বরে এই ধরণের অভিযোগের পরে পাকিস্তানি ব্যাটসম্যান সালমান বাট এবং ফাস্ট বোলার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালার অধীনে বরখাস্ত করা হয়৷

বাজি ধরে যারা, তারা যাতে লাভবান হতে পারে সেইজন্যে আগে থেকেই খেলার একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত করে রাখা হয়, এটাকেই বলা হয় পাতানো খেলা বা স্পট-ফিক্সিং৷ কোন্ সময়ে নো-বল করা হবে তা ঠিক করে দেয়া হতে পারে বা ক্রিকেটের কোন ওয়াইড ডেলিভারি হতে পারে৷

আইসিসি লিখিতভাবে দুর্নীতির হুমকির বিরুদ্ধে সব সদস্য দেশকে তাদের চলতি সব নিয়মবিধি এবং প্রক্রিয়া পর্যালোচনা করতে বলেছে৷ দুর্নীতি দূর করার জন্যে যেখানে প্রয়োজন সেখানেই, নতুন পদক্ষেপ নিতে বলা হয়েছে৷ আইসিসির প্রধান নির্বাহী হারুন লরঘাট এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি-কে সাহায্য করার জন্যে আইসিসি একটি দুর্নীতি বিরোধী নীতিমালা প্রস্তুতি করেছে৷ আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালার মত সেখানে রয়েছে, একই ধরণের নীতিমালা, অপরাধ মোকাবিলার কার্যপ্রণালী, এবং নিষেধাজ্ঞা আরোপের বিষয়গুলো৷''

আইসিসির প্রধান নির্বাহী বলেন, ‘‘খেলার সঙ্গে সম্পৃক্ত সবার জন্যে এবং আইসিসির সব সদস্যের জন্যেই এইরকম একটি অভ্যন্তরীণ দুর্নীতি বিরোধী নীতিমালা থাকা জরুরি৷ এবং এইরকম একটি সমমানের নীতিমালা খুব শিগগিরি আইসিসির সব সদস্য দেশের কাছেই পাঠানো হবে৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক