1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্তানের লিঙ্গপরিচয় জানালেন মা-বাবা!

২৩ জুন ২০১৭

ওকলাহোমাসহ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি রাজ্যে খালি হাতে ক্যাটফিশ ধরা একটি ঐতিহ্য৷ একে ‘নুডলিং' বলা হয়৷ আত্মীয়স্বজনকে সন্তানের লিঙ্গপরিচয় জানাতে এই প্রক্রিয়াই বেছে নিয়েছিলেন এক মা-বাবা৷

https://p.dw.com/p/2fE10
ছবি: Facebook/Shelby Leaming Moore

তাঁদের নাম শেলবি মুর ও কোল্ট মুর৷ তাঁরা থাকেন ওকলাহোমার মানফর্ড এলাকায়৷ শেলবি মুর সোমবার তাঁর ফেসবুকে ঘটনাটির ভিডিও প্রকাশ করেন৷ এখন পর্যন্ত সেটি প্রায় ৪০ লাখবার দেখা হয়েছে৷

ভিডিওতে দেখা যাচ্ছে, ফ্ল্যাটহেড ক্যাটফিশ ধরতে কোল্ট মুর পানির নীচে ডুব দিচ্ছেন৷ কিছুক্ষণ পর তাঁকে ক্যাটফিশ নিয়ে উপরে উঠতে দেখা যায়৷ তবে ক্যাটফিশের মুখে গোলাপি রংয়ের একটি ফিতা লাগানো ছিল৷ যার মানে হচ্ছে, ‘ইটস আ গার্ল!' এটি দেখার পর আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন এই দম্পতির আত্মীয়স্বজন৷

ফেসবুকে আপলোড করার সময় শেলবি লিখেছেন, ‘‘ইটস আ গার্ল! কলিন্স টেলর মুরকে ডিসেম্বরের ২ তারিখে এই বিশ্বে স্বাগত জানানো হবে৷''

জেডএইচ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য