1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবৈধ অভিবাসীদের আস্তানায় হানা দিল ফ্রান্সের পুলিশ

২২ সেপ্টেম্বর ২০০৯

ফ্যান্সের ক্যালে শহরে অবৈধ অভিবাসীদের একটি আশ্রয়স্থলে হানা দিল দেশটির দাঙ্গা পুলিশ৷ এসময় পুলিশ অন্তত ২৭৬ ব্যক্তিকে আটক করে৷ একই সঙ্গে জঙ্গলের মধ্যে নোংরা আশ্রয়স্থলটি বুলডজার চালিয়ে গুড়িয়ে দিয়েছে তারা৷

https://p.dw.com/p/JmRU
ছবি: AP

এর আগে অবৈধ অভিবাসীদের এই আশ্রয়স্থলটি রক্ষায় মানববন্ধন তৈরি করে মানবাধিকার সংস্থাগুলো৷ কিন্তু সেই বন্ধন আমলে নেয়নি পুলিশ৷ ফ্রান্সের পুলিশ জানিয়েছে, তাদের লক্ষ্য অবৈধ মানব পাচার বন্ধ করা৷ তবে এই অভিযানের ফলে আশ্রয় হারানো অবৈধ অভিবাসীরা কোথায় যাবে তা জানায়নি পুলিশ৷

Französische Polizei räumt Flüchtlingslager in Calais
ছবি: AP

এক বিবৃতিতে মঙ্গলবার ফ্রান্সের অভিবাসন মন্ত্রণালয় জানায়, অবৈধ আশ্রয়স্থলটি ধ্বংস করা হবে এবং তারপরই তিনটি বুলডজার এবং ডজনখানের ট্রাক আশ্রয়স্থলটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়৷

ফ্রান্সের উত্তরে ক্যালে শহরের এই জঙ্গলটি অবৈধ অভিবাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছিল৷ ফ্রান্স থেকে অবৈধভাবে গ্রেট ব্রিটেনে প্রবেশের জন্য বিভিন্ন দেশের নাগরিকরা অবৈধভাবে এখানে জড়ো হতো৷ এরপর সময় সুযোগ বুঝে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে ঢুকে পড়তো তারা৷

তবে এবার বাধ সেধেছে গত জুলাইয়ে ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের মধ্যে অবৈধ অভিবাসী রোধের লক্ষ্যে করা একটি চুক্তি৷ চুক্তি অনুযায়ী ক্যালের জঙ্গলে অভিযান চালানোর কথা ফ্রান্সের৷ আর সেটা করায় সাধুবাদ জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালান জনসন৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক