1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবসর নিচ্ছেন না বচ্চন

২৪ মার্চ ২০১০

চার দশক ধরে বেশ দাপটের সাথে অভিনয় জগতে রয়েছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন৷ নানা শারীরিক সমস্যাও দেখা দিয়েছে এই প্রবীণ তারকার৷ তবুও এখুনি অবসরে যাওয়ার কথা ভাবছেন না বচ্চন৷

https://p.dw.com/p/MaU7
অমিতাভ বচ্চনছবি: UNI

গত শতাব্দীর ৭০ এর দশকে অভিনয় জগতে পা রাখেন বচ্চন৷ ইতিমধ্যেই শতাধিক ছবিতে অভিনয় করার কৃতিত্ব জুটেছে তাঁর ঝুলিতে৷ পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা৷ বয়স সবেমাত্র ৬৭ বছর৷ ভারতের অভিনয় অঙ্গনে সৃষ্টি করেছেন সবচেয়ে খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র বংশধারা৷ একই ধারায় যেমন রয়েছেন ছেলে অভিষেক বচ্চন৷ তেমনি বউমা হিসেবে যুক্ত হয়েছে সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই৷ তবে ভক্তদের মাঝ থেকে এখুনি পর্দার আড়ালে যেতে চান না প্রবীণ বচ্চন৷

গত মাসে বলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কারেও ভূষিত হয়েছেন বচ্চন৷ ‘পা' অর্থাৎ পিতা নামের ছবিতে দ্রুত বুড়িয়ে যাওয়া রোগে আক্রান্ত শিশুর ভূমিকায় অসাধারণ অভিনয়ের জন্যেই তাঁকে দেওয়া হয়েছিল শ্রেষ্ঠ অভিনেতার পদক৷ আর সম্প্রতি এশীয় চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা লাভের পরও অভিনেতা এবং পরিচালক বচ্চনের বক্তব্য, ‘‘আশা করি আমি ফিরে গিয়ে আবারও কাজ শুরু করবো৷ আমার সাথে যতদিন মানুষ কাজ করতে চায় আর যতদিন সুস্থ রয়েছি, আমি কাজ করে যেতে চাই৷''

Schauspieler Amitabh Bachchan Flash-Galerie
ছবি: EROS Verleih

অভিনয় জগতে উল্লেখযোগ্য সফলতা পেলেও মিড ক্যারিয়ারে ব্যবসা-বাণিজ্য থেকে রাজনীতি - সব অঙ্গনেই বিচরণের চেষ্টা করে ব্যর্থ হন বচ্চন৷ এমনকি এক পর্যায়ে দেউলিয়া হয়ে পড়ার অবস্থা থেকে ফিরে দাঁড়াতে টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি'তে সঞ্চালকের কাজ শুরু করেন এই মহান নায়ক৷ তবে নিদারুণ সংকটে পড়েও কখনো হাল ছাড়েননি বচ্চন৷

১৯৮২ সালে একবার শুটিং-এর সময় মারাত্মকভাবে আহত হয়ে প্রায় মরতেই বসেছিলেন৷ এমনকি সেসময় তাঁর লাখো ভক্ত তাঁর রোগমুক্তির জন্য নানাভাবে প্রার্থনা আর মানত করেছিলেন মন্দির আর মসজিদে৷ সেই যাত্রা মুক্তি পেলেও গত জুলাই মাসে আবারও সমস্যাটি ফিরে আসে৷ এমনকি হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল৷ তবে ভাগ্য জোরেই বলা যায় এখনও বেশ ভালই আছেন বচ্চন৷ আর থাকবেনও, বলে দৃঢ় মনোবল এখনই পাকা৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন