1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে ধূমপান ছাড়লেন ওবামা

৯ ফেব্রুয়ারি ২০১১

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শেষ পর্যন্ত ধূমপানের মত একটা বাজে অভ্যাসকে বিদায় জানালেন৷ তাঁর স্ত্রী অর্থাৎ মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা এই ব্যাপারে ‘‘খুব গর্ববোধ’’করছেন৷

https://p.dw.com/p/10Dqy
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: AP

তিনি বাচ্চাদের দিকে তাকিয়ে বলতে পারছেন, দেখো সে আর ধূমপান করে না৷ ২০০৮ সালে ওবামার নির্বাচনী প্রচার থেকে শুরু করে তাঁর প্রেসিডেন্ট মেয়াদের প্রথম দুই বছর ওবামার ধূমপানের নেশা মার্কিন গণমাধ্যমগুলোর কাছে একটি বিষয় ছিল৷ এবং এই নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে বেশ ভুগতে হয়েছে৷

Flash-Galerie Michelle Obama Kleid Rot
মিশেল ওবামাছবি: picture-alliance/dpa

ফার্স্ট লেডি মিশেল ওবামা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, প্রায় এক বছর ধরে প্রেসিডেন্টের ঐ নেশাটা আর নেই৷ এবং তিনি এই ব্যাপারে খুব গর্বিত৷ মার্কিন ফার্স্ট লেডি বলেন, এটি প্রেসিডেন্টের জন্যে ‘‘একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ'' ছিল এবং এই ব্যাপারে তিনি সফল হয়েছেন৷ মিশেল ওবামা বলেন, বিশ্বের সবচেয়ে চাপপূর্ণ কাজগুলোর একটি করেন তাঁর স্বামী, তাই ধূমপান ছাড়ার ব্যাপারে তিনি বারবার তাঁর স্বামীকে চাপ দেননি৷ তিনি বলেন, ‘‘কেউ যখন সঠিক কাজটি করেন, তখন তাকে আর চাপের মধ্যে রাখার প্রয়োজন হয় না৷''

মার্কিন ফার্স্ট লেডি, শৈশব স্থুলতার অবসান সম্পর্কিত প্রচার ‘‘লেটস মুভ''-এর বার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঙ্গলবার৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আরাফাতুল ইসলাম