1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে গ্যাংনাম স্টাইলকে পেছনে

১৩ জুলাই ২০১৭

প্রায় সাড়ে চার বছর ইউটিউবের সবচেয়ে বেশি দেখা ভিডিও হিসেবে পরিচিত থাকার পর গত সোমবার দ্বিতীয় স্থানে চলে যায় ‘গ্যাংনাম স্টাইল'৷ এর জায়গা নিয়েছে ‘সি ইউ অ্যাগেইন'৷

https://p.dw.com/p/2gQDY
Psy Gangnam Style
ছবি: Reuters

২০১২ সালে দক্ষিণ কোরিয়ার গায়ক সাই যখন গ্যাংনাম স্টাইল রিলিজ করেন তখন তাঁকে কোরিয়ার বাইরে কেউ চিনত না৷ কিন্তু ভিডিওতে সাই ও তাঁর সঙ্গীদের নাচের ঢঙ সারা বিশ্বে বিপুল জনপ্রিয়তা পায়৷ সাই নিজেও বিষয়টিতে অবাক হয়েছিলেন৷

ইউটিউবের প্রথম ভিডিও হিসেবে এক বিলিয়ন বার দেখা হয় গ্যাংনাম স্টাইল৷ এরপর এটি যখন ২ দশমিক ১ বিলিয়নে পৌঁছায় তখন ইউটিউবের প্রকৌশলীদের অ্যালগরিদমে কিছুটা পরিবর্তন আনতে হয়৷ কারণ তাঁদের ধারণা ছিল, কোনো ভিডিও হয়ত সর্বোচ্চ ২ দশমিক ১ বিলিয়ন বার দেখা হতে পারে, এর বেশি নয়৷

এভাবে প্রায় সাড়ে চার বছর ধরে শীর্ষস্থানে থাকা গ্যাংনাম স্টাইলকে অবশেষে পেছনে ফেলেছে ‘সি ইউ অ্যাগেইন'৷ ২০১৫ সালে রিলিজ হওয়া অ্যাকশন মুভি ‘ফিউরিয়াস সেভেন'-এ গানটি ব্যবহৃত হয়েছিল৷

হুইজ খলিফার ব়্যাপ আর চার্লি পুথের গলায় গাওয়া গানটি বুধবার জার্মান সময় দুপুর সোয়া একটা পর্যন্ত দেখা হয়েছে ২৯০ কোটি ৩০ লক্ষ ৪০ হাজার ৭৫৩ বার৷ আর গ্যাংনাম স্টাইল দেখা হয়েছে ২৮৯ কোটি ৬৩ লক্ষ দুই হাজার ৫৯৬ বার৷

‘সি ইউ এগেইন' গানটি মার্কিন অভিনেতা পল ওয়াকারকে উৎসর্গ করা হয়েছে৷ ফিউরিয়াস সেভেন মুভিতে তিনি অভিনয় করছিলেন৷ ছবিটির কাজ অর্ধেক শেষ হওয়ার পর ২০১৩ সালে এক দুর্ঘটনায় নিহত হন ওয়াকার৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য