1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপরাধী আজমল কাসাবের সাজা ঘোষণা বৃহস্পতিবার

৪ মে ২০১০

২৬-১১এর মুম্বই সন্ত্রাসী হামলার একমাত্র জীবিত আসামী আজমল কাসাবের কী সাজা প্রাপ্য তাই নিয়ে মঙ্গলবার সারাদিন মুম্বই-এর বিশেষ আদালতে চলে বাদী ও প্রতিবাদী পক্ষের কৌঁসুলিদের সওয়াল জবাব৷ সাজা ঘোষণা বৃহস্পতিবার৷

https://p.dw.com/p/NE6q
মুম্বই হামলার নায়ক আজমল কাসাবছবি: AP

মুম্বই-এর আর্থার রোড জেলে বিশেষ আদালতের বিচারপতি এম.এল তাহিলিয়ানি মুম্বই সন্ত্রাসী কাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করেন একমাত্র জীবিত আসামী আজমল কাসাবকে সোমবার৷ তাঁর কী সাজা প্রাপ্য তাই নিয়ে সরকার পক্ষ ও আসামী পক্ষের কৌঁসুলি তাঁদের বক্তব্য পেশ করেছেন৷ সরকার পক্ষের কৌঁসুলি উজ্জল নিকামের যুক্তি, আসামী কোন সাধারণ খুনি নয়, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্র, জঘন্য হত্যাকান্ডসহ ৮৬টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে৷ কাজেই তার মৃত্যুদন্ডই প্রাপ্য৷ আদালত সাজা ঘোষণা করবেন ৬ই মে বৃহস্পতিবার৷

অন্যদিকে কাসাবের অপর দুই সহ-আসামী সাহাবুদ্দিন আহমেদ ও ফাহিম আন্সারির ছাড়া পাওয়াকে উচ্চতর আদালতে চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছেন সরকার পক্ষের কৌঁসুলি৷ জঙ্গি হামলার লক্ষ্যস্থলগুলির ম্যাপ ও নক্সা পাচার করার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে৷ পাচার করেছিল পাকিস্তানে লস্কর-ই-তৈয়বার মূল চক্রান্তকারীদের কাছে৷ পরে এই অভিযোগে নাম উঠে আসে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড হেডলি ও রানার৷ আসামী পক্ষের কৌঁসুলির বক্তব্য, এরা তা করেনি ৷ কাসাব ২৬-১১এর মুম্বই কাণ্ডের সঙ্গে কোন সম্পর্ক নেই৷ আদালতের রায় যাই হোক, হাইকোর্টে আপিল করা যাবে এবং হাইকোর্টকে সেই সাজা অনুমোদন করতে হবে৷

প্রতিবেদক : অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক