‘অন্বেষণ কুইজ’ | পাঠক ভাবনা | DW | 16.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘অন্বেষণ কুইজ’

শুভেচ্ছা নেবেন৷ সারা জীবন ব্যর্থতায় কেটে গেল৷ না পাওয়ার বেদনা বিধুর তবুও যে চেষ্টা করে সে পায়৷ আমি আপনাদের ফেসবুক ইন্টারনেটে প্রতিটি মুহূর্তে হাজির অন্বেষণ কুইজ সংক্রান্ত নিয়মাবলী পড়লাম৷

পুরস্কার খুবই আকর্ষণীয়৷ তবে কপালওলার কপাল সেই অনেকদিন আগে মোবাইল ফোন পুরস্কার ছিল, এমন আকর্ষণ সেটাও আমার ভাগ্যে জোটেনি৷ তবে আমি হতাশ নয়, আশার দুয়ারে বান্দা খাটে৷ অন্বেষণ কুইজটি যেমন টিভি-ভিত্তিক তেমনি ফেসবুকের ক্ষেত্রেও এর সুবিধা দিলে ভাল হয়৷ কুইজে অংশ গ্রহণের ক্ষেত্রে নিয়মাবলী সহজ করলে ভাল হয় এখানে উল্লিখিত স্যাটেলাইট টিভি যাদের আছে তাদের জন্য৷ আমার বাসায় এ সুযোগ আছে ও আর হ্যাঁ, শ্রেষ্ঠ পত্র লেখক, রেডিও অনুষ্ঠান এফএম-এর মতো অন্বেষণ কুইজ তো আবার আমাদের কাছ থেকে চিরদিনের মতো আড়াল হয়ে যাবেনা? ডা. এস এম এ হান্নান, হরিপুর, পাবনা৷

- ভাই হান্নান, আপনাকে শুধু বলবো কুইজটি ভালো করে পড়ে নিন, ওখানে কুইজ সম্পর্কে সবকিছুই পরিষ্কার করে লেখা আছে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন