1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্বেষণ কুইজে এবারের বিজয়ী

১৭ জানুয়ারি ২০২২

শিশুদের চেয়ে প্রাপ্তবয়স্কদের ঘুমের মধ্যে হাঁটার প্রবণতা কম না বেশি? এই প্রশ্নেরই উত্তর জানতে চাওয়া হয়েছিলো গত সপ্তাহের অন্বেষণ কুইজে৷

https://p.dw.com/p/45cdo
Schlafwandler auf einem Dach
ছবি: picture-alliance/dpa/D. Assmann

সঠিক উত্তর: শিশুদের চেয়ে প্রাপ্তবয়স্কদের ঘুমের মধ্যে হাঁটার প্রবণতা কম৷ সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী হলেন, ডা. সায়ফুল ফেরদৌস, রানী নগর, ঘোড়া মারা, রাজশাহী, বাংলাদেশ৷

প্রিয় ডা. সায়ফুল ফেরদৌস, আপনাকে অভিনন্দন! পুরস্কার আপনার হাতে পৌঁছে যাবে তবে একটু সময় লাগতে পারে  তাই ধৈর্য ধরার অনুরোধ রইলো৷ অন্বেষণ কুইজে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে  অনেক ধন্যবাদ৷ আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের কথা৷ অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় # অন্বেষণ আর ইংরেজিতে Onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷ সবার প্রতি অনুরোধ, কুইজের উত্তরের সঙ্গে পুরো ঠিকানা দেবেন৷

সবার জন্য রইলো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ

২০১৯ সালের ছবিঘর

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য