অন্বেষণ কুইজের এবারের বিজয়ী যিনি | পাঠক ভাবনা | DW | 29.06.2020
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ কুইজের এবারের বিজয়ী যিনি

অন্বেষণের সাপ্তাহিক কুইজে গত পর্বের প্রশ্ন ছিল: প্রোটিনের চাহিদা মেটাতে বিকল্প খাদ্য কী হতে পারে? সঠিক উত্তর: পোকামাকড়৷

খাবার হিসেবে পোকামাকড়ের কথা হয়তো অনেকেই ভাবতে পারেন না৷ কিন্তু এশিয়ার কিছু দেশে আদিকাল থেকেই রান্নায় পোকামাকড়ের ব্যবহার রয়েছে৷ সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপেও এই চল শুরু হয়েছে৷ পোকামাকড় থেকে খাদ্য তৈরির অনুমতি দেওয়া হয়েছে৷ এরমধ্যে কয়েকটি বড় সুপারমার্কেট পোকামাকড় থেকে তৈরি বিভিন্ন খাবার বিক্রি করছে৷ সামনের দিনে মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে বিশেষজ্ঞরাও পোকামাকড়কে খাবার হিসেবে গ্রহণের পরামর্শ দিচ্ছেন৷

অন্বেষণের এই বিষয়ের একটি প্রতিবেদন নিয়েই এবারের কুইজের প্রশ্নটি ছিল৷ প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছেন৷ তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে বেছে নেয়া হয়েছে৷

এবার বিজয়ী হয়েছেন, মোঃ মাশির হোসেন, নাচোল বাজার, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ৷

কুইজ প্রতিযোগিতায় যাঁরা অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷ আর বন্ধুদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন, ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷ অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #Onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

সবার প্রতি আরেকটি অনুরোধ, কুইজের উত্তরের সঙ্গে পুরো ঠিকানাটাও দেবেন, ঠিকানা না পেলে তো পুরস্কার পাঠানো যায় না!

ডয়চে ভেলের সকল বন্ধুর জন্য রইলো শুভেচ্ছা৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ৷

নির্বাচিত প্রতিবেদন