1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনেক দিন পর আবার বড় পর্দায় আর্নল্ড শোয়ার্তসেনেগার

২ এপ্রিল ২০১০

অনেক দিন ধরেই ভক্তদের নিরাশ করে রেখেছেন ‘টার্মিনেটর' খ্যাত অ্যাকশান হিরো এবং ক্যালিফোর্নিয়ার গর্ভনর আর্নল্ড শোয়ার্তসেনেগার৷ সেই নিরাশ ভক্তকুলের জন্য একটা সুসংবাদ রয়েছে৷ আর তাহলো প্রিয় নায়ককে আগস্টেই দেখা যাবে বড় পর্দায়৷

https://p.dw.com/p/Mm48
আর্নল্ড শোয়ার্তসেনেগারছবি: AP

ছবির নাম ‘দ্য এক্সপেন্ডেবলস'৷ না, এই ছবিতে তিনি নায়ক নন৷ একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি৷ নায়কের পুরানো প্রতিযোগী-বন্ধু৷ একটি মাত্র সিনে থাকবেন এই দুর্ধষ নায়ক৷

হলিউডের আর এক অ্যাকশান তারকা সিলভেস্টার স্ট্যালন'এর নতুন ছবি দ্য এক্সপেন্ডেবলস৷ স্ট্যালন এবং ডেভিড ক্যালাহ্যাম লিখেছেন এই ছবির কাহিনী৷ পরিচালক সিলভেস্টার স্ট্যালন৷ নিজেই নায়ক৷ মারকুটে সব নায়ক নায়িকাদের উপস্থিতি পর্দা জুড়ে৷ থাকছেন ব্রুস উইলিস, জেসন স্ট্যাটহ্যাম ও জেট লি৷

গত বছর ছবির শুটিং শুরু হয় কস্টারিকা ও লুইজিয়ানায়৷ এখন চলছে চূড়ান্ত সম্পাদনার পালা৷ ল্যাটিন অ্যামেরিকার এক স্বৈরশাসককে উৎখাতের অভিযান নিয়ে ছবির কাহিনী৷

Sylvester Stallone
সিলভেস্টার স্ট্যালনছবি: AP

নানা সরকারি কাজ নিয়ে ব্যস্ত থাকেন শোয়ার্তসেনেগার৷ তাঁর পক্ষে ছবির জন্য সময় বের করা সত্যিই কঠিন! তারপরও বন্ধু সিলভেস্টার স্ট্যালন'এর অনুরোধে সময় বের করলেন৷গত বছরের ২৪ অক্টোবর ছবির সেটে এসে উপস্থিত হলেন৷ একটি মাত্র সিন৷ ক্যামেরা, অ্যাকশান.. এবং ওকে... কাট৷ অর্থাৎ তাঁর কাজ শেষ৷

শোয়ার্তসেনেগারের জনসংযোগ কর্মকর্তা আরন ম্যাকলিয়ার জানালেন, বন্ধু স্ট্যালন'এর কথা ফেলতে পারেননি গভর্নর৷ দুইজনই বেশ পুরানো বন্ধু৷ স্ট্যালন'এর কাজে উৎসাহ এবং তাঁকে সহযোগিতা করার জন্যই এই ছবিতে অভিনয় শোয়ার্তসেনেগারের৷

ভক্তদের জন্য বলে রাখছি, আগামী ১৩ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি৷ আর ইতিমধ্যেই ছবির একটি তিন মিনিটের ট্রেলার ছেড়ে দেয়া হয়েছে৷

প্রতিবেদক : সাগর সরওয়ার

সম্পাদনা : আব্দুল্লাহ আল ফারূক