1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনাথ মূক এবং বধিরদের জন্য কাজ করেন যিনি

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২ এপ্রিল ২০১৮

এই তরুণ মানুষটির জন্য শহরবাসী যেমন পাচ্ছে এক ভিন্নতর বেকারি প্রোডাক্ট, তেমনি রুটি-কাপড়-ঘর পেয়ে গিয়েছে ডজন দেড়েক অসহায় মূক এবং বধির বালক৷ এইসব গৃহ এবং সহায়-সম্বলহীন বালকদের বাঁচিয়ে রাখতেই তিনি খুলেছেন এই বেকারি, যেখানে এই বালকেরাই শ্রম দিয়ে বানাচ্ছে নানা রকম কেক৷ কিন্তু এই বাজারে এই সামান্য অর্থে এতগুলি মানুষকে বাঁচিয়ে রাখা প্রায় অসম্ভব বলে নিজের অনেকটাই তিনি দিয়ে বাঁচিয়ে রাখছেন এইসব অনাথ বালকদের৷

https://p.dw.com/p/2vMy0