1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনলাইন ঘৃণা ঠেকাতে প্রাথমিক সাফল্য এসেছে: জাসিন্ডা আর্ডার্ন

২৬ নভেম্বর ২০২১

২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনায় ৫১ জন প্রাণ হারিয়েছিলেন৷ হামলাকারী ঘটনাটি ফেসবুকে সরাসরি প্রচারও করছিলেন৷

https://p.dw.com/p/43XAc
২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনায় ৫১ জন প্রাণ হারিয়েছিলেন৷ হামলাকারী ঘটনাটি ফেসবুকে সরাসরি প্রচারও করছিলেন৷
ছবি: PEC CEO Summit/ Xinhua/picture alliance

ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সেই সময় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ‘ক্রাইস্টচার্চ কল’ এক বৈশ্বিক কর্মসূচি শুরু করেছিলেন৷ এর উদ্দেশ্য ছিল অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করা৷ ৫০টির বেশি দেশ, আন্তর্জাতিক সংস্থা ও ফেসবুক, গুগল, টুইটার ও ফেসবুকের মতো প্রযুক্তি কোম্পানিগুলো এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে৷

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন শুক্রবার বলেন, ক্রাইস্টচার্চ কলের প্রথম লক্ষ্য সফল হয়েছে৷ ক্রাইস্টচার্চের মতো ঘটনার সরাসরি সম্প্রচার দ্রুত মুছে ফেলতে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে দিনরাত ২৪ ঘণ্টার নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা গেছে৷ ‘‘এই ব্যবস্থা পরীক্ষা করার মতো বাস্তবে অনেক ঘটনা ঘটেছে এবং সেগুলো কার্যকরভাবে ঠেকানো গেছে,’’ রয়টার্সকে বলেন তিনি৷ আর্ডার্ন বলেন, ‘‘আমরা আগের চেয়ে আরো কার্যকরভাবে কাজ করতে পারছি বলে আমি বিশ্বাস করি৷’’

এই কর্মসূচিকে এগিয়ে নিতে চান তিনি৷ আর্ডার্ন বলেন, পরের ধাপ হচ্ছে প্রতিরোধে মনোযোগ দেয়া৷ মানুষ কীভাবে অনলাইনে ঘৃণাপূর্ণ ও সন্ত্রাসবাদে আগ্রহী করে তোলা কন্টেন্ট পাচ্ছে, সেটা দেখতে হবে৷ ‘‘অনলাইন প্ল্যাটফর্মগুলো যেন মৌলবাদ ছড়ানোর জায়গা হয়ে না ওঠে সেটা নিশ্চিত করতে আমরা সবাই ভূমিকা রাখতে পারি,’’ বলেন তিনি৷ এ ব্যাপারে প্রযুক্তি কোম্পানি ও বিশ্ব নেতৃবৃন্দকে ‘আরো অনেককিছু’ করতে হবে বলে মন্তব্য করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান