1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অধিকারের জন্য লড়বে ‘নাগরিক কণ্ঠ’

৪ মে ২০১১

বাংলাদেশের নাগরিক হিসেবে সাংবিধানিক কি কি অধিকার আছে আপনার? যেসব অধিকার আছে তা কি পাচ্ছেন? আপনার সন্তান কি সরকারি বই পেল? আপনার কাছের চিকিৎসালয়ে ডাক্তার আছে? যত অভিযোগ জানান নাগরিককণ্ঠ ডট অর্গ ঠিকানায়৷

https://p.dw.com/p/118Uw
Screenshot nagorikkontho.org. Eingestellt: 04.05.2011. ### Achtung: Nur zur Berichterstattung über diese Website verwenden. ###
নাগরিককণ্ঠ ডট অর্গছবি: nagorikkontho.org

আনুষ্ঠানিকভাবে সদ্য চালু হওয়া বাংলাদেশি এই ওয়েবসাইটটি'র মূল কথা হচ্ছে, ‘সোচ্চার কণ্ঠে পরিবর্তনের প্রতিধ্বনি'৷ এখানে রাষ্ট্রীয় সব নাগরিক অধিকার সম্পর্কে সবাইকে সচেতন করা হবে৷ একইসঙ্গে প্রত্যেক নাগরিককেই সরকারি সেবা সম্পর্কে চিন্তা-ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ করে দেওয়া হবে৷

এই ওয়েবসাইটের কারিগরি সমন্বয়ক রেজওয়ানুল ইসলাম জানান, বিভিন্নভাবে সাধারণ মানুষ আমাদেরকে তথ্য পাঠাতে পারবে৷ কেউ চাইলে নির্দিষ্ট মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে আমাদেরকে যেকোন তথ্য জানাতে পারে৷ রয়েছে ই-মেলে সরকারি সেবা সম্পর্ক মতামত জানানোর সুযোগ৷ এই সাইটে ছবি, ভিডিও কিংবা ব্লগ আকারে যেকোন নাগরিকই সরকারি যে কোন বিষয়ে আমাদেরকে জানাতে পারেন৷

Screenshot nagorikkontho.org. Eingestellt: 04.05.2011. ### Achtung: Nur zur Berichterstattung über diese Website verwenden. ###
‘সোচ্চার কণ্ঠে পরিবর্তনের প্রতিধ্বনি'ছবি: nagorikkontho.org

নাগরিককণ্ঠ ডট অর্গ সাইটটি তৈরির পেছনে রয়েছে বেসরকারী সংগঠন পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)৷ তাদেরকে সহায়তা করছে ইউএনডিপি৷ ওয়েবসাইটটিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘‘প্রাথমিকভাবে পিএসটিসি স্বেচ্ছাব্রতী দল নাগরিকদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করবে এবং নাগরিক প্রতিবেদনের বা সাংবাদিকতার মাধ্যমে তাদের প্রত্যাশা-মতামত তুলে ধরতে উৎসাহিত করার জন্য দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে৷ এর পাশাপাশি স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম প্রতিনিধিরাও এই কার্যক্রমের সাথে যুক্ত থাকবে''৷

বলাবাহুল্য, বাংলাদেশে ব্লগ বেশ জনপ্রিয়তা পেয়েছে৷ অ্যালেক্সা'র তথ্য অনুযায়ী, দেশের দ্বিতীয় বৃহত্তম বাংলা ওয়েবসাইটটি একটি কমিউনিটি ব্লগ৷ এই অবস্থায় নাগরিককণ্ঠ ডট অর্গ সাইটটি প্রতিষ্ঠার উদ্যোগ যথেষ্ট সময়োপযোগী মনে হচ্ছে৷ মোটের ওপর, সাইটটির গড়নপিটনে বেশ বৈচিত্র রয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়