1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অঙ্গহানি হতে পারে অনেকের

৭ জুন ২০১০

পুরানো ঢাকায় আগুনে পুড়ে আহতদের অনেকেরই অঙ্গহানির আশংকা করছেন চিকিৎসকরা৷ কেউ কেউ ফিরতে পারবেন না স্বাভাবিক জীবনে৷ আর চিকিৎসাও পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছেন কেউ কেউ৷

https://p.dw.com/p/Nk3E
নিমতলীর সেই আগুনছবি: AP

পুরানো ঢাকায় ভয়াবহ আগুনে পোড়া ৪০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালের বার্ণ ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে৷ রোগী আর স্বজনদের কান্নায় এখনও সেখানে এক শোকাবহ পরিবেশ৷ রোগীর স্বজনরা জানান, পর্যাপ্ত চিকৎসা পাওয়া যাচ্ছেনা৷

বার্ণ ইউনিটের ডাক্তাররা জানান ধারণ ক্ষমতার ছয় গুনের বেশী রোগীকে তারা চিকিৎসা দিচ্ছেন৷ ফলে হিমশিম খেতে খেতে হচ্ছে তাদের৷ কর্তব্যরত চিকিৎসক ডা. আশফাকুজ্জামান জানান, ১২ জন রোগীর অবস্থা এখনো আশংকাজনক৷

আরেক ডাক্তার শহীদুল বারী৷ তিনি জানালেন, রোগীরা সুস্থ হলেও নানা পরে উপসর্গ দেখা দিতে পারে, চামড়া ফুলে উঠতে পারে৷

অন্যদিকে, আশংকাজনক ১৪ জন যাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে দু'জন মারা গেছে৷ বাকীদের স্বজনরা রয়েছেন উৎকন্ঠায়৷

সম্মিলিত সামরিক হাসপাতালের ডা. সাদাত হোসেন জানান, তাদের ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে৷ তবে অঙ্গ-প্রত্যঙ্গহানির আশংকা রয়েছে৷ কেমিক্যেলের আগুনে পোড়া এই রোগীরা রক্ত ও কিডনিতে ইনফেকশনের শিকার হতে পারেন বলে জানান চিকিৎসক ফসিউর রহমান৷

সব মিলিয়ে পুরানো ঢাকায় আগুনে পুড়ে যারা এখনো বেঁচে আছেন তাঁরা রয়েছেন এক দুঃসহ নরক যন্ত্রণার মধ্যে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার