1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অঘটন ছাড়াই চলছে ক্রিকেট বিশ্বকাপ

২ মার্চ ২০১১

কোন ধরণের অঘটন ছাড়াই এখন পর্যন্ত বিশ্বকাপ ক্রিকেট এগিয়ে যাচ্ছে৷ এবার বড় দলগুলোর বিপক্ষে ছোট দলগুলোকে বেশ অসহায় বলেই মনে হচ্ছে৷ তবে ইতিমধ্যে দুই দফা হ্যাট্রিকের দেখা পেয়েছেন দর্শকরা৷

https://p.dw.com/p/10SIc
এবারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ইংল্যান্ডছবি: picture-alliance/empics

অংশগ্রহণকারী ১৪টি দলের মধ্যে আইসিসি'র সহযোগী দেশগুলো এবার তেমন সুবিধা করতে পারছে না৷ একমাত্র ইংল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচটি ছাড়া আর বাকি সবগুলো ম্যাচই হয়েছে একতরফা৷ ইংল্যান্ডের বিপক্ষে ডাচরা বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল৷ কিন্তু তাদের পরের ম্যাচে আর সেটা দেখা যায়নি৷ অন্যদিকে বড় দলগুলোর বিপক্ষে কেনিয়া, আয়ারল্যান্ড কিংবা ক্যানাডা ম্যাচ হারছে একেবারে গোহারার মত করে৷ নিউজিল্যান্ডের বিপক্ষে কেনিয়ার ম্যাচটি শেষ হয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই৷ ফলে বিশ্বকাপের শুরুতেই বড় দলগুলোর কারো কারো পচা শামুকে পা কাটার যে দৃশ্য দেখা যেত সেটা এখন পর্যন্ত অনুপস্থিত৷

তবে এর মধ্যে দুই দফা হ্যাট্রিক দেখেছে দর্শকরা৷ নেদারল্যান্ডসের বিপক্ষে ক্যারিবীয় পেসার কেমার রোচের হ্যাট্রিকের পর মঙ্গলবার কেনিয়ার বিপক্ষে হ্যাট্রিক করেন শ্রালংকার পেসার লাসিথ মালিঙ্গা৷ দুই বোলারই তাদের ম্যাচে ছয়টি করে উইকেট দখল করেন৷ তবে কেমার রোচের তুলনায় মালিঙ্গার হ্যাট্রিকটি ছিল সত্যিই দেখার মত৷ একের পর এক টো ক্র্যাশার ডেলিভারিতে তিনি যেভাবে উইকেট উপড়ে দিয়েছেন সেটি কেনিয়ার ব্যাটসম্যানরা অনেক দিন মনে রাখবে৷ এছাড়া ইনজুরি শেষে দলে ফেরার পর নিজের ফিটনেস প্রমাণেরও একটি বিষয় ছিল মালিঙ্গার সামনে, সেটাও তিনি বেশ ভালোভাবে দেখিয়ে দিয়েছেন৷ উপমহাদেশের স্পিন সহায়ক পিচে দুই পেসারের এই হ্যাট্রিকের ফলে দলগুলো তাদের কৌশল নির্ধারণে পেসারদের গুরুত্ব দিতে বাধ্য হবে৷

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে আজ তৃতীয় গ্রুপ ম্যাচ খেলতে নেমেছে ইংল্যান্ড৷ ভারতের বিপক্ষে এপিক ম্যাচে নিজেদের ব্যাটিং সামর্থ্যের একটি বড় নজির রেখেছে অ্যান্ড্রু স্ট্রসের দল৷ আইরিশদের বিপক্ষেও সেটা অব্যাহত রয়েছে৷ নির্ধারিত ৫০ ওভার শেষে ইংল্যান্ড তুলেছে আট উইকেটে ৩২৭ রান৷ তবে এই রান আরও বাড়তে পারতো যদি শেষ দিকে দ্রুত উইকেটের পতন না হতো৷ শুরুতে স্ট্রস এবং পিটারসন বেশ ভালোভাবেই শুরু করেন৷ দুই ওপেনার আউট হওয়ার পর বেলকে সঙ্গে নিয়ে ১৬৭ রানের জুটি গড়ে তোলেন ট্রট৷ মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন ট্রট৷ অন্যদিকে বেল করেন ৮১ রান৷ আয়ারল্যান্ডের জন মুনি ৬৩ রানে চারটি উইকেট নেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক