1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৮০ বছর বয়সেও ক্লাউনের পোশাকে হাসিয়ে চলেছেন পোপভ

৬ জানুয়ারি ২০১১

সোভিয়েট যুগের প্রখ্যাত ক্লাউন ওলেগ পোপভ আশি বছর বয়সেও বছরের অর্ধেক সময় বিশ্বের বিভিন্ন দেশে সার্কাসে অংশ গ্রহণ করছেন৷ তাঁর নানান অঙ্গভঙ্গির মাধ্যমে সার্কাসের দর্শকদের হাসাচ্ছেন৷ এই তো দ্য হেগ শহরে অনুষ্ঠান করলেন তিনি৷

https://p.dw.com/p/zuHr
Oleg Popow
প্রখ্যাত ক্লাউন ওলেগ পোপভছবি: AP

তাঁর নাম ওলেগ পোপভ৷ আর ক্লাউন হিসেবে তাঁর ট্রেডমার্ক হল তাঁর নাক৷ সান ক্লাউন হিসেবেও তিনি পরিচিত৷ তিনি তাঁর বিভিন্ন অঙ্গ ভঙ্গি ও কসরতের মাধ্যমে সার্কাস অনুরাগী দর্শকদের হাসিয়ে পেটে খিল ধরিয়ে দেন৷ সম্প্রতি দি হেগ এ একটি সার্কাস সফরের পর ফরাসি বার্তা প্রতিষ্ঠান এএফপিকে তিনি বলেন, আমি মানষকে হাসাতে ভালোবাসি সার্কাসে এবং ব্যক্তিগতভাবেও৷ এ কথা বলার সময় তাঁর নীল চোখ একটু চিক চিক করছিল৷

দেখতে ছোটখাটো ওলেগ পোপভ গ্রেট রাশিয়ান স্টেট সার্কাসে দর্শকদের মাঝে হাসির ফোয়ারা ছুটিয়েছেন দীর্ঘ ছয় দশক ধরে - তাঁর সেই পরিচিত পোশাকে, রং করা পরিচিত চুলে ও পরিচিত টুপি মাথায় দিয়ে৷ তাঁর পরনে থাকে কালো রং এর ছোট্ট জ্যাকেট, লাল নীল ও কালো রং এর প্যান্ট৷ পোপভ এর এই অদ্ভুত পোশাক ও নানা রকম অঙ্গ ভঙ্গি ও কসরত দেখে সার্কাসের দর্শকরা তাদের হাসি থামাতে পারে না কিছুতেই৷ পোপোভ বলেন, আমি মানুষকে হাসাতে ভালবাসি৷

Clown
‘‘আমি মানুষকে হাসাতে ভালবাসি’’ : পোপভছবি: picture alliance/dpa

সার্কাসে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে পোপোভ ১৯৮১ সালে লাভ করেছেন সার্কাস জগতের অস্কার - গোল্ডেন ক্লাউন অ্যাওয়ার্ড৷ গ্রেট রাশিয়ান স্টেট সার্কাসের ওয়েবসাইটে পোপভ'এর প্রশংসা করে লেখা হয়েছে, চার্লি চ্যাপলিন চলচ্চিত্র জগতে যে শীর্ষ আসনে আসীন রয়েছেন, সার্কাস জগতে তেমনি আসনের অধিকারী ওলেগ পোপভ৷

প্রতিবেদন: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক