1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১০৪ বছর বয়সের টুইটারপ্রেমী আইভি বিন!

১১ সেপ্টেম্বর ২০০৯

আইভি বিন এখন সবার হিংসার পাত্র৷ কারণ তিনিই হচ্ছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক টুইটার ব্যবহারকারী৷ আর এই টুইটারপ্রেমী বৃদ্ধার বন্ধু সংখ্যা ২৭হাজার৷ সম্প্রতি আইভি তাঁর ১০৪তম জন্মদিন পালন করলেন বিশ্বজোড়া ইন্টারনেট বন্ধুদের সঙ্গে৷

https://p.dw.com/p/JcuZ

বয়সটা একটু অবাক করার মতোই৷ ১০৪! এই বয়সের বৃদ্ধারা হয় প্রার্থনা করেন অথবা কাঁপা কাঁপা হাতে মোজা বোনেন৷ কিন্তু আইভির আগ্রহ অন্যদিকে৷ ঠিক প্রযুক্তির দিকে না বলে বলা যায়, যোগাযোগের দিকেই তার বেশি আগ্রহ৷ দ্রুত বন্ধুত্ব তৈরি আর তার সঙ্গে জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেয়া তার কাছে এখন নেশার মতো৷ সেখানে বাদ যায় না কোন আলাপই৷ বন্ধুর মৃত্যু সংবাদ থেকে রাতের টিভি শো-এর গল্প পর্যন্ত থাকে টুইটারের ছোট্ট বাক্সটিতে৷ আইভি বলেন, বয়স কোন বাধা হতে পারে না৷ সদাহাস্য এই বৃদ্ধার কাছে বয়স যেনো আটকে আছে তারুণ্যেই৷

উত্তর ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের বাসিন্দা আইভি বিন যৌবনে জিমন্যাস্টিক করতেন৷ পেশা ছিল গৃহপরিচালনা৷ বিয়ে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও অনেক আগে৷ এখন তাঁর নাতির ঘরে তিন বাচ্চা৷ কিন্তু কাউকেই সময় দেয়ার মতো সময় তাঁর নেই৷ কারণ তাঁর সকল ব্যস্ততা সামাজিক নেটওয়ার্ক সংস্থা টুইটারকে কেন্দ্র করে৷

আইভির ৬১ বছর বয়স্ক বড় মেয়ে সংবাদ সংস্থাকে বলেন, মায়ের সঙ্গে যখনি তিনি দেখা করতে যান তখনই তিনি ব্যস্ত থাকেন ইন্টারনেট বন্ধুদের সঙ্গে৷

কিন্তু আইভির কাছে টুইটার এতো প্রিয় হলো কিভাবে? আর মাত্র একবছরে ২৭ হাজার বন্ধু! সবই অবাক করার মতো৷ বৃদ্ধদের যত্ন নেয় এমন কর্মীরাই আইভিকে ইন্টারনেট ব্যবহার আগ্রহী করতে সাহায্য করেছে৷ হোম ম্যানেজার পেট হোয়াইট বলছেন, তারা গতানুগতিক সেলাই এর কাজ বাদ দিয়ে অন্য কোন বিষয়ের প্রতি বৃদ্ধ বৃদ্ধাদের আগ্রহী করে তুলেছেন৷ তাইতো কোন বৃদ্ধের আগ্রহ ছবি তোলা কারো বা ইন্টারনেটে বসা৷ কিন্তু আইভির মতো আর কেউ এই এক বছরে এতো বন্ধু তৈরি করতে পারেননি৷

আইভি বিন আগে অন্য আর একটি জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক সংস্থা ফেসবুক ব্যবহার করতেন৷ সেখানেও তাঁর বন্ধু ছিল ৫ হাজার৷ কিন্তু তাঁর কাছে ফেসবুকের চেয়ে টুইটার বেশি সহজ মনে হয়েছে৷ তিনি বলেন, টুইটারে খুব সহজেই মনের কথা জানানো যায়, যেটা ফেসবুকে সম্ভব নয়৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক