1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিজড়াদের বিয়ে নিয়ে ফতোয়া

৪ অক্টোবর ২০১৬

রক্ষণশীল মুসলিম দেশ পাকিস্তানে চলতি বছরের জুনে হিজড়াদের বিয়ের বৈধতা দিয়ে একটি ফতোয়া জারি করেছে সে'দেশের আলেম সমাজ৷ এ সংক্রান্ত একটি ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে৷

https://p.dw.com/p/2QqfP
পাকিস্তানের হিজড়ারা
ছবি: picture-alliance/AP/Shakil Adil

ভিডিওতে তুলে ধরা হয়েছে পাকিস্তানের হিজড়াদের দুঃখ-কষ্ট ও যন্ত্রণার কথা৷ পাশাপাশি তাদের মধ্যে বিয়ের বৈধতার বিষয়টি স্পষ্ট করে তুলে ধরা হয়েছে৷ লাহোরের তানজিম ইত্তেহাদ-ই-উম্মত নামের স্বল্পপরিচিত একটি ধর্মীয় সংগঠনের ৫০ জন আলেম গত জুন মাসে ফতোয়া জারি করেন৷ ফতোয়ায় বলা হয়, ইসলাম ধর্মানুযায়ী, যেসব হিজড়ার দেহে নারী বা পুরুষের শারীরিক বৈশিষ্ট্যের ‘দৃশ্যমান চিহ্ন' দেখা যাবে, তারা তাদের বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করতে পারবে৷ কিন্তু যাদের শরীরে উভয় লিঙ্গের ‘দৃশ্যমান চিহ্ন' থাকবে তারা বিয়ে করতে পারবে না৷ তবে এ শারীরিক লক্ষণ বা চিহ্নগুলো কী, তা ফতোয়ায় সুনির্দিষ্ট করে বলা হয়নি৷

ফতোয়ায় আরও বলা হয়, ‘হিজড়াদের অপমান বা হেয় করার উদ্দেশে করা যে কোনো কাজ বা আচরণ ইসলামে অপরাধ হিসেবে গণ্য৷'

‘নাউ দিস নিউজ' তাদের ফেসবুক পাতায় ভিডিওটি শেয়ার করার পর ১৬ লাখ বার দেখা হয়েছে৷ শেয়ার হয়েছে অন্তত ১৩ হাজার বার৷

ফতোয়াটি মানার ব্যাপারে অবশ্য কোনো আইনি বাধ্যবাধ্যকতা নেই বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম৷ পাকিস্তানের হিজড়া অধিকার আন্দোলন কর্মীরা এ ফতোয়াকে ‘ভালো পদক্ষেপ' হিসাবে সতর্কতার সঙ্গে স্বাগত জানিয়েছেন৷ কারণ, তাঁরা বলছেন, এ বিষয়ে মানুষের মনোভাব এখনও বদলায়নি৷

হিজড়াদের নিয়ে অজ্ঞতার কারণে অনেকেই হিজড়া বিয়েকে সমলিঙ্গের বিয়ে ভেবে এ নিয়ে অভিযোগ তোলে৷ 

বন্ধু, আপনি ভিডিওটা দেখেছেন? কেমন লাগলো জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

এপিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান