1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাসনাত ও হাসিবের খোঁজ নেই!

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৪ জুলাই ২০১৬

গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্ট থেকে উদ্ধার হওয়া হাসনাত করিম এবং তাহমিদ হাসিবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তাদের পরিবার দাবি করেছে৷

https://p.dw.com/p/1JOtH
Bangladesch Anschlag Schießerei in Dhaka
ছবি: Getty Images/AFP

হাসনাত নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক এবং তাহমিদ ক্যানাডার টরোন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র৷ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে৷ তবে বাংলাদেশের পুলিশ বলছে, ‘‘উদ্ধারের পর তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে৷''

গত সপ্তাহে হাসনাত করিমের বাবা রেজাউল করিম সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন, ‘‘আমার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হলেও পুলিশ এখন বলছে তাদের কাছে হাসনাত করিম নেই৷ তাকে ছেড়ে দেয়া হয়েছে৷ তবে আমরা তার কোনো খোঁজ পাচ্ছি না৷ সে বাসায়ও ফেরেনি৷''

তবে বৃহস্পতিবার রেজাউল করিমের সঙ্গে ডয়চে ভেলে'র পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আমি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবো না৷ কোনো স্টেটমেন্ট দেব না৷'' তিনি তাঁর ছেলেকে পেয়েছেন কিনা সেই প্রশ্নেরও জবাব দিতে রাজি হননি৷

১ জুলাই সকালে অভিযানের আগে গুলশান আর্টিজান রেস্টুরেন্ট থেকে একই পরিবারের যে চারজনকে হামলাকারীরা মুক্তি দেয়, হাসনাত করিম তাদের একজন৷ তিনি সেই পরিবারের প্রধান৷

একই সময়ে তাহমিদ হাসিবকেও আলাদাভাবে মুক্তি দেয় হামলাকারীরা৷ তাহমিদ ঢাকার আফতাব বহুমূখী ফার্মস-এর এমডি ফজলে রহিম শাহরিয়ারের ছেলে৷ তাহমিদ ক্যানাডার স্থায়ী বাসিন্দা ও টরন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী৷

পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদের জন্য নেয়৷ এখন বলছে, তাকে ছেড়ে দেয়া হয়েছে৷ তবে তাহমিদের পরিবার দাবি করছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ তাহমিদকে খুঁজে পেতে ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সহায়তা চেয়েছে তার পরিবার৷

মাসুদুর রহমান

তাহমিদের বাবা এখন হাসপাতালে চিকিত্‍সাধীন৷ ছেলেকে খুঁজে না পাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে৷ তবে এ নিয়ে পরিবারের কেউ ডয়চে ভেলের সঙ্গে কথা বলতে রাজি হননি৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, রবিবার ১০ জুলাই পুলিশের পক্ষ থেকে জানানো হয় হাসনাত তাদের হেফাজতে নেই৷ তবে তার পরিবার জানিয়েছে, হাসনাত এখনও বাড়ি ফেরেননি৷ ২ জুলাই পরিবারসহ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ৷ ৩ জুলাই তাকে ছাড়া পরিবারের সবাইকেই ছেড়ে দেওয়া হয়৷

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, হাসনাত করিম কোথায়, কিভাবে আছেন কর্তৃপক্ষকে তা নিশ্চিত করে জানাতে হবে৷

অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক চম্পা প্যাটেল বলেছেন, ‘‘হাসনাত করিমের পরিবারকে এমনিতেই অনেক মানসিক বিপর্যয় সইতে হয়েছে৷ তাকে এখনও আটক রাখা হয়েছে কিনা, তা অবশ্যই তার পরিবারকে জানাতে হবে৷ তার সঙ্গে পরিবারকে কথা বলতে দিতে হবে৷''

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ডয়চে ভেলেকে জানান, ‘‘গুলশানের রেস্টুরেন্ট থেকে মোট ৩১ জনকে উদ্ধার করা হয়৷ তাদের সবাইকে গোয়েন্দা দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে৷ তারা কেউ এখন আর পুলিশের হেফাজতে নাই৷ হাসনাত করিম এবং তাহমিদকেও ছেড়ে দেয়া হয়েছে৷''

তিনি আরও দাবি করেন, ‘‘তাদের যে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এমন কোনো অভিযোগ তাদের পরিবারে পক্ষ থেকে পুলিশের কাছে করা হয়নি৷ অভিযোগ করা হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷''

পুলিশের ডেপুটি কমিশনার আরো বলেন, ‘‘৩১ জনকে এই শর্তে ছাড়া হয়েছে যে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তারা আবার হাজির হবেন৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য