1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হারানো সম্মান ফিরে পেতে লড়াই চালিয়ে যাবেন বিন হাম্মাম

২৬ জুলাই ২০১১

ফিফার শীর্ষ পদ পেতে ঘুস দেওয়ার অভিযোগে সাসপেন্সন এবং সারা জীবন ফুটবল জগত থেকে একঘরে করে দেওয়ার সিদ্ধান্ত সত্ত্বেও লড়াই চালিয়ে যাচ্ছেন বিন হাম্মাম৷

https://p.dw.com/p/123q5
বিন হাম্মামছবি: AP

ফিফার প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার লড়াইয়ে ভোট কেনার অভিযোগে সারা জীবনের জন্য ফুটবল জগত থেকে একঘরে করে রাখার শাস্তি দেওয়া হয়েছে কাতারের মহম্মদ বিন হাম্মাম'কে৷ শনিবারই এই রায় শোনানো হয়৷ কিন্তু তিনি দমে যাবার পাত্র নন৷ নিজের সম্মান পুনরুদ্ধার করতে আপাতত তিনি এই রায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন৷ বিন হাম্মামের বিশ্বাস, তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হবে৷

Fußball FIFA Mohamed Bin Hammam Sepp Blatter
এককালের বন্ধু হাম্মাম ও ব্লাটারছবি: picture alliance / dpa

এশীয় ফুটবল সংগঠনের প্রধান হিসেবেও তিনি কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর৷ আপাতত তিনি সাসপেন্ড থাকায় চীনের ঝাং জিলং এই দায়িত্ব সামলাচ্ছেন৷ ৪৬টি সদস্য দেশের ফুটবল সংগঠনগুলিকে লেখা এক চিঠিতে বিন হাম্মাম তাঁর প্রতি সমর্থনের আবেদন জানিয়েছেন৷ বলেছেন, গোটা প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে বটে, কিন্তু তিনি শেষ পর্যন্ত লড়ে প্রমাণ করে ছাড়বেন যে তিনি বরাবর নির্দোষ ছিলেন৷ তাই আরও কিছুটা ধৈর্য ধরতে হবে৷ তবে বিন হাম্মাম মনে করেন, লড়াই যেহেতু চলছে, তাই এএফসি প্রেসিডেন্ট বা ফিফা'র সদস্য হিসেবে তাঁর পদত্যাগ করার কোনো প্রশ্নই ওঠে না৷ উল্লেখ্য, আগামী শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ঝাং জিলং'এর নেতৃত্বে এএফসি'র নির্বাহী কমিটির এক বৈঠক বসবে৷ বিন হাম্মামের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ ও শাস্তির ফলে যে সংগঠনের ক্ষতি হচ্ছে, এবিষয়ে সবাই মোটামুটি একমত৷ বর্তমান সংকটের জের ধরে এএফসি'র ওয়েবসাইট থেকেও বিন হাম্মাম'কে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে৷

এদিকে এককালের বন্ধু ও ফিফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সেপ ব্লাটারের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ এনেছেন বিন হাম্মাম৷ ব্লাটার এক ‘স্বৈরাচারী' শাসকের মত আচরণ করেন বলে মনে করেন বিন হাম্মাম৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক