1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামলাকারীদের শাস্তি দেয়ার অঙ্গীকার ওবামার

১৩ সেপ্টেম্বর ২০১২

লিবিয়ায় রাষ্ট্রদূতসহ মার্কিন দূতাবাসের চার কর্মকর্তার হত্যাকারীদের শায়েস্তা করার অঙ্গীকার করেছেন বারাক ওবামা৷ তবে এ কাজ লিবিয়া সরকারকে পাশে নিয়েই করবেন বলে জানিয়েছেন তিনি৷ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও রাশিয়া৷

https://p.dw.com/p/167on
WASHINGTON, DC - SEPTEMBER 12: U.S. President Barack Obama (R) makes a statement about the death of U.S. ambassador to Libya J. Christopher Stevens with Secretary of State Hillary Clinton in the Rose Garden at the White House September 12, 2012 in Washington, DC. Stevens and three other embassy employees were killed when the embassy in Benghazi was attacked by a mob potentially angered by an American-made video mocking Islam's founding prophet. (Photo by Chip Somodevilla/Getty Images)
ছবি: Getty Images

বেনগাজিতে এক ভয়াবহ হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসন ও তাঁর তিন সহকর্মী নিহত হন৷ মার্কিন কর্মকর্তারা মনে করছেন এ হামলা ছিল পরিকল্পিত৷ হামলার জন্য আনসার আল শরিয়া নামের এক ইসলামী জঙ্গী সংগঠনকে দায়ী মনে করছেন তাঁরা৷ এমন ধারণা করার পেছনে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি তাঁদের৷ এদিকে এ হামলার জন্য দায়ী যারাই হোক না কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছেন বারাক ওবামা৷ বুধবার লিবিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ মাগরিয়েফের সঙ্গে এ নিয়ে কথা বলার পর মার্কিন প্রেসিডেন্ট এ-ও জানিয়েছেন যে, চরম নিন্দনীয় ও জঘন্য এ ঘটনা লিবিয়ার সঙ্গে তাঁর দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবেনা৷ বরং লিবিয়াকে সঙ্গে নিয়েই হামলাকারীদের শায়েস্তা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি৷

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও রাশিয়া৷ জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, ‘জাতিসংঘ যে কোনো ধর্মের অবমাননারই বিপক্ষে, তবে বেনগাজিতে যে নির্মম ঘটনা ঘটেছে তার পক্ষে কোনো যুক্তিই গ্রহণযোগ্য নয়৷' বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে পাঠানো এক বার্তায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘এ ঘটনায় আবারও বোঝা গেল অশুভ শক্তিগুলোর বিরুদ্ধে সংগ্রামটা আমাদের ঐক্যবদ্ধভাবেই করতে হবে৷'

এসিবি / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য