1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতালের আগে বিএনপি-আওয়ামী লীগের মিছিল সমাবেশ

২২ সেপ্টেম্বর ২০১১

আগামী কালের হরতালের সমর্থনে রাজধানী ঢাকায় আজ মিছিল সমাবেশ করেছে প্রধান বিরোধী দল বিএনপি৷ আর সরকারি দল আওয়ামী লীগের মিছিল ও সামাবেশ ছিল হরতালের বিরুদ্ধে৷

https://p.dw.com/p/12dVK
বিএনপি বৃহস্পতিবার হরতাল ডেকেছেছবি: Mustafiz Mamun

বৃহস্পতিবারের হরতালের সমর্থনে বিএনপি'র এক ব়্যালি শেষে পথ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, দ্রব্যমূল্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ সরকারের ব্যর্থতায় দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে৷ সাধারণ মানুষ এই সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে৷ এই জনরোষ গণ অভ্যুত্থানে পরিণত হবে বলে তার দাবি৷ তিনি বলেন, বিরোধী দল হরতাল করে জনদুর্ভোগ সৃষ্টি করছেনা বরং সরকারের সিদ্ধান্তই জনগণকে দুর্ভোগে ফেলেছে৷ তার দাবি দেশের মানুষকে দুর্ভোগ থেকে রক্ষা করতে হলে সরকার পতনের কোন বিকল্প নাই৷

এদিকে, হরতাল বিরোধী এক ব়্যালি শেষে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়ানোর আহ্বান জানান৷ তিনি বলেন, এই হরতালের উদ্দেশ্য, যুদ্ধাপরাধী এবং খালেদা জিয়ার দুর্নীতিবাজ পুত্রদের রক্ষা করা৷ কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হবেনা৷

অন্যদিকে, বিএনপি কালকের হরতালে এক ঘন্টার ছাড় দিয়েছে৷ তারা সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য