1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর

১৯ অক্টোবর ২০১৬

সৌদি আরবের রাজ পরিবারের এক সদস্যের মৃত্যুদণ্ড মঙ্গলবার কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ সরকার যে দেশে নিরাপদ পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর, এই ঘটনা তার প্রমাণ বলে মন্তব্য করেছে মন্ত্রণালয়৷

https://p.dw.com/p/2RPbo
Polizei Saudi Arabien
সৌদি আরবের পুলিশছবি: picture-alliance/dpa

তবে প্রিন্স তুর্কি বিন সৌদ বিন তুর্কি বিন সৌদ আল-কবিরকে কীভাবে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তা মন্ত্রণালয় জানায়নি৷ সৌদি আরবে সাধারণত শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর বলছে, ২০১২ সালে কথিত হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে৷ সে বছরই প্রিন্সের হাতে খুন হন এক সৌদি নাগরিক৷ নিজেদের মধ্যে ঝগড়ার পর প্রিন্সের গুলিতে নিহত হন তিনি৷

লেবানিজ-অ্যামেরিকান সাংবাদিক ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক মোহামেদ বাজ্জি সংবাদটি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘‘সৌদি রাজ পরিবার দেখাতে চাইছে যে, রাজ পরিবারের সদস্যেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷''

সৌদি নাগরিকদের জন্য এটি একটি ‘শক্তিশালী বার্তা' বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক আল ওয়াহাবি৷

মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ দেশ হলেও রাজ পরিবারের সদস্যদের মৃত্যুদণ্ড দেয়া একটি বিরল ঘটনা৷ এর আগে ১৯৭৫ সালে চাচাকে হত্যার দায়ে প্রিন্স ফয়সাল বিন মুসাইদ আল সৌদকে মৃত্যদণ্ড দেয়া হয়েছিল৷

উল্লেখ্য, সৌদি রাজ পরিবারের সদস্য সংখ্যা কয়েক হাজার৷ তাঁরা প্রত্যেকে সরকারের কাছ থেকে মাসিক ভাতা পেয়ে থাকেন৷ সবচেয়ে ঊর্ধ্বতন প্রিন্সরা রাজনৈতিক ক্ষমতা ও সম্পদের অধিকারী হয়ে থাকেন৷

প্রিন্স কবিরের মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে চলতি বছর ১৩৪ জনকে এই দণ্ড দেয়া হলো বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে এই সংখ্যা বের করেছে সংস্থাটি৷

এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসেব বলছে, ২০১৫ সালে সৌদি আরবে ১৫৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ ফলে ইরান আর পাকিস্তানের পর সে দেশেই সবচেয়ে বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়৷ অবশ্য অ্যামনেস্টির তালিকায় চীনের নাম নেই৷ কারণ চীন কখনও তালিকা প্রকাশ করেনা৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য