1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সড়ক নিরাপত্তায় নতুন আইন বাস্তবায়ন শুরু

১ নভেম্বর ২০১০

সড়কে নিরাপত্তার জন্য করা নয়া আইন বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত শুরু করেছে তাদের অভিযান৷

https://p.dw.com/p/PvcY
নিরাপদ সড়ক চায় সকলে, চায় ভয়হীন পথ (ফাইল ছবি)

প্রথমদিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের ৩টি দল ১১৭৬টি মামলা এবং ৩ লাখ ৫৫ হাজার ৪ শ' টাকা জরিমানা করেছে৷ তবে গেজেটের কপি হাতে না পাওয়ায় এবং অভিযানের প্রথমদিনে ওভারব্রিজ ব্যবহার না করায়, কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি৷

সোমবার থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে বাস্তবায়ন শুরু হয়েছে কিছু নিয়ম৷ কিন্তু মানুষের মধ্যে নেই তেমন কোন সচেতনতা৷ এমনকি আইন শৃংখলাবাহিনীর সদস্যরাও এর বাইরে নয়৷ আইন কেন পালন করছেন না জানতে চাইলে, অজুহাতের শেষ নেই৷ যেন আইন তাদের কাছে এক ঝামেলা৷ তবে ব্যতিক্রম যে একেবারে নেই তা নয়৷ কেউ কেউ নিয়ম মানছেন৷

যে নিয়মগুলো পুলিশ বাস্তবায়ন শুরু করেছে তা হলো, রাজধানীতে গাড়ি চালানোর সময় সিটবেল্ট বাঁধা ও মোবাইল ফোন ব্যবহার না করা, মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার করা এবং পথচারীদের ওভারব্রিজ ব্যবহার করা৷

এর বাস্তবায়নে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশসহ ভ্রাম্যমাণ আদালতের ৩টি দল৷ তাঁরা জরিমানা করছেন, দিচ্ছেন মামলা৷ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. সেলিম জানান, ফুটওভার ব্রিজ ও ফুটপাথ ব্যবহারে সচেতন করতেও তাঁরা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন৷

তাঁরা জানান, অভিযান অব্যাহত থাকবে৷ তবে এই জায়গায় ২/৩ ঘণ্টায় হাতের কাছে পাওয়া নিয়ম ভঙ্গকারীদের জরিমানা করে এ অভিযান কতটুকু সাফল্য পাবে তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন