1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাটালুনিয়ায় বিতর্কিত গণভোট

২১ ডিসেম্বর ২০১৭

কাটালুনিয়ায় বিতর্কিত এক গণভোটের মাধ্যমে স্বাধীনতার ঘোষণাকে কেন্দ্র করে স্পেনের দীর্ঘ রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে শুরু হলো ভোটগ্রহণ৷ অনেক স্বাধীনতাপন্থি প্রার্থীকে জেলে রেখেই চলছে এ নির্বাচন৷

https://p.dw.com/p/2pkhH
Spanien - Katalonien vor der Wahl
ছবি: picture-alliance/dpa/E. Morenatti

কাটালুনিয়ার প্রায় ৫ দশমিক ৫ মিলিয়ন ভোটারদের ৮০ ভাগই ভোট দিতে কেন্দ্রে যাবেন বলে ধারণা করা হচ্ছে৷ নির্বাচনকে কেন্দ্র করে বিপুল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভোটের সময় প্রায় ১৫ হাজার পুলিশ অফিসার ভোট কেন্দ্রগুলোর আশেপাশে টহল দেবে৷ এবারের ভোটে কাটালুনিয়ার জনগণ বেছে নেবেন তাঁরা স্বাধীনতা চান নাকি থাকতে চান স্পেনের সঙ্গেই৷

প্রায় ২ হাজার সাতশ' ভোটকেন্দ্রে রাত আটটা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ৷ এর আগে সপ্তাহব্যাপী নির্বাচনি প্রচারণা চালানো হয় প্রার্থীদের পক্ষ থেকে৷ ডয়চে ভেলের প্রতিনিধি আনা গুমবাও জানান, স্বাধীনতাপন্থি অন্যতম প্রধান নাগরিক সংগঠন ‘কাটালান ন্যালনাল অ্যাসেম্বলি'-র ডাকে অনেক ভোটার ‘হলুদ' রংকে স্বাধীনতার পক্ষের প্রতিনিধিত্ব মনে করছেন৷ অন্যদিকে, স্পেনের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের নিরপেক্ষতা বজায় রাখতে ভোটকেন্দ্রের আশেপাশে হলুদ রঙের ব্যানার নিষিদ্ধ করেছেন৷ তবে আনা জানাচ্ছেন, স্বাধীনতাপ্রত্যাশীরা কোনো না কোনোভাবে হলুদ রং সাথে নিয়ে যাচ্ছেন ভোটকেন্দ্রে৷

কাটালুনিয়ায় রাজনৈতিক সংকটের সূচনা ঘটে গত অক্টোবর মাসে, যখন কাটালান নেতা কার্লেস পুজদেমন বিতর্কিত এক গণভোটের পর স্পেন থেকে কাটালুনিয়ার স্বাধীনতা ঘোষণা করেন৷ এরপরই মাদ্রিদ সংবিধানের ১৫৫ ধারা অনুযায়ী আঞ্চলিক স্বশাসন স্থগিত  করে এবং ডিসেম্বরে প্রাদেশিক এ নির্বাচনের আয়োজন করে৷ স্পেনের ইতিহাসে বৃহষ্পতিবারের এ ভোট অভাবনীয় এক পদক্ষেপ৷ যদিও প্রাক-নির্বাচনি ভোটার সমীক্ষায় বিচ্ছিন্নতাবাদী ও মাদ্রিদপন্থি দলগুলির অবস্থান ছিল প্রায় সমান সমান৷ ফলে কোনো পক্ষেরই সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বিজয়ী হবার সম্ভাবনা কম৷ বিশেষ করে সাম্প্রতিক সময়ে স্বাধীনতাপন্থিদের মধ্যেই দেখা দিয়েছে নানা বিভেদ৷ অর্থনীতিবিদ ডেভিড লোপেজ ডিডব্লিউকে বলেন, ‘‘আমার মনে হয় না, এই ভোট সত্যিকার অর্থেই সমস্যার সমাধান করতে পারবে৷''

এর আগে স্বাধীনতাপন্থিরা ভোটে জিতলেও তা স্পেনের সংবিধানবিরোধী হবে ইঙ্গিত দিয়ে এ সম্ভাবনাকে বাতিল করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়৷ তবে কাটালুনিয়ার স্বাধীনতার প্রশ্নে এখনো পর্যন্ত অনড় অবস্থানে আছেন পুজদেমন৷ অন্যদিকে, ব্রেক্সিট নিয়ে ব্যস্ত ইউরোপীয় ইউনিয়নও কাটালুনিয়ার স্বাধীনতার পক্ষে নয়৷ এখন পর্যন্ত ইইউ-র কোনো দেশ স্বাধীনতার প্রশ্নে কাটালুনিয়ার পক্ষ নেয়নি৷ এছাড়া স্পেনের অভ্যন্তরেও এ স্বাধীনতার পক্ষে সমর্থন অনুল্লেখযোগ্য৷

আরএন/ডিজি (এপি, এএফপি, ডিপিএ)