1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ট্রিট ম্যাজিকের কেরামতি

২২ ফেব্রুয়ারি ২০১৮

খেলার ছলে সিরিয়াস ম্যাজিকে ঢুকে পড়েছেন তিনি৷ বয়স মাত্র ২৩৷ কিন্তু এর মধ্যেই ইউটিউবে তাঁর স্ট্রিট ম্যাজিকের ভিডিও ভাইরাল৷ সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ব্রিটিশ জাদুকর জুলিয়াস ডিন ঢুকে পড়েছেন সকলের ঘরে৷

https://p.dw.com/p/2t7sM
ছবি: DW

লন্ডনের অধিবাসী ডিনের ম্যাজিক নিয়ে আগ্রহ ছিল ছোটবেলা থেকেই৷ তবে তা অন্য মাত্রা পায় যখন তিনি ক্যালিফোর্নিয়া যান স্কুলের একটি এক্সচেঞ্জ প্রোগ্রামে৷ সেখানে গিয়ে বান্ধবীদের দৃষ্টি আকর্ষণের জন্য নানারকম হাতসাফাইয়ের খেলা দেখাতে শুরু করেন৷ শুধু বান্ধবীরাই নয়, পুরুষ বন্ধুদেরও তা দেখে তাক লেগে যায়৷ ডিনেরও মনে হয়, লন্ডনের রাস্তায় রাস্তায় স্ট্রিট ম্যাজিক দেখাবেন তিনি৷ এরপর লন্ডনে নানা ম্যাজিক দেখিয়েছেন৷ ইউটিউবে ভিডিও আপলোড করার মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ লাইক পান তিনি৷ তবে ডিনের লক্ষ্য আরো বড়৷ বিশ্বের সেরা স্ট্রিট ম্যাজিশিয়ন হতে চান তিনি৷

ডিনের শুধু একটাই আক্ষেপ৷ তাঁর বাবা ইন্টারনেট সম্পর্কে একেবারেই অনাগ্রহী৷ তাই তাঁর ভিডিও যখন ঘরে ঘরে সমাদৃত হচ্ছে, বাবা তা বুঝতেও পারছেন না৷ ডিনের বাবাও চান আর সকলের মতো পড়াশোনা করে ছেলে চাকরি করবে৷ ডিন যে ম্যাজিশিয়ান হিসেবে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন, তাঁর বাবা তা বুঝতেও পারেন না৷ 

এসজি/এসিবি