1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্টিভ জবস অসুস্থ, কিন্তু অ্যাপল নয়

১৯ জানুয়ারি ২০১১

স্টিভ জবস কী সুস্থ হয়ে আবার অ্যাপলের দায়িত্ব নিতে পারবেন? এই প্রশ্ন যখন সবার মনে ঘুরপাক খাচ্ছিল আর ওদিকে শেয়ারবাজারে অ্যাপলের দরপতন হচ্ছিল, ঠিক তখনই এলো একটা সুখবর৷ এর ফল শেয়ার মূল্যের দরপতনের জায়গায় দিন শেষে ঊর্ধ্বগতি৷

https://p.dw.com/p/zzR2
স্টিভ জবসছবি: AP

খবরটা হলো, অ্যাপলের চতুর্থ ভাগের আর্থিক প্রতিবেদন৷ সেখানে দেখা যাচ্ছে, কোম্পানির রাজস্ব গত বছরের একই সময়ের চেয়ে বেড়েছে প্রায় ৭১ শতাংশ৷ সংখ্যার হিসেবে যেটা গতবার ছিল ১৫.৬৮ বিলিয়ন ডলার, আর এবার ২৬.৭৪ বিলিয়ন৷

আর শুধু লাভের পরিমাণ হচ্ছে ছয় বিলিয়ন ডলার৷ যেটা গতবার ছিল ৩.৩৮ বিলিয়ন ডলার৷

কীভাবে এত লাভ হলো? অ্যাপল বলছে, চতুর্থ কোয়ার্টারে তারা বিশ্বজুড়ে ৭.৩৩ মিলিয়ন আইপ্যাড বিক্রি করেছে৷ আর আইপড বিক্রি করেছে ১৯.৪৫ মিলিয়ন৷

স্টিভ জবস এক বিবৃতিতে বলেছেন, অন্যান্য বছরের মত এ বছরও ব্যবহারকারীদের চমকে দেয়ার মত পণ্য তারা বাজারে ছাড়ার পরিকল্পনা করছেন৷ যার মধ্যে রয়েছে আইফোন ৪ ও আইপ্যাডের উন্নত সংস্করণ৷

উল্লেখ্য, স্টিভ জবস সোমবার তাঁর সহকর্মীদের উদ্দেশ্যে তিন অনুচ্ছেদের একটি চিঠি লেখেন৷ সেখানে তিনি অসুস্থতার কারণে কিছুদিনের জন্য ছুটিতে যাচ্ছেন বলে জানান৷ এবং খুব তাড়াতাড়ি কাজে ফেরার আশা প্রকাশ করেন৷

কিন্তু এর আগেও শারীরিক অসুস্থতার কারণে দু'বার লম্বা ছুটিতে গিয়েছিলেন জবস৷ এর মধ্যে একবার ছিল ২০০৪ সালে৷ সে সময় তিনি প্যানক্রিয়েটিক ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন৷ এরপর ২০০৯ সালে লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি৷

কিন্তু এবার তাঁর অসুস্থতা কী, সেটা স্পষ্ট করে বলেন নি৷ তাই প্রযুক্তি বিশ্বে এখন চলছে নানান ধরনের কানাঘুষা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী