1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিপীড়ন

৮ আগস্ট ২০১২

রুশ সংগীত গোষ্ঠী ‘পুসি রায়ট’এর তিন নারী বুধবার আদালতে রায়ের আগে চূড়ান্ত বিবৃতি দেওয়ার সুযোগ পেলেন৷ আগামী ১৭ই অগাস্ট রায় আশা করা হচ্ছে৷

https://p.dw.com/p/15lgP
ছবি: AP

নাম বেশ খটোমটো৷ মারিয়া আলিওখিনা, নাদেজদা তলোকনিকোভা ও ইয়েকতারিনা সামুটসেভিচ – বয়স যথাক্রমে ২৪, ২২ ও ২৯৷ রাশিয়ার ‘পুসি রায়ট' ব্যান্ডের সদস্য এই তিন নারী৷ গির্জায় ঢুকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন'এর বিরুদ্ধে প্রতিবাদের গান গেয়ে গত পাঁচ মাস ধরে কারাবন্দি রাশিয়ার এই তিন তরুণী৷ তিন বছরের কারাদণ্ডের শাস্তি চাওয়া হয়েছে৷ আগামী ১৭ই অগাস্ট রায় আশা করা হচ্ছে৷ রায়ের আগে বুধবার চূড়ান্ত বিবৃতি দেবার সুযোগ পেলেন তাঁরা৷

নাদেজদা তলোকনিকোভা বুধবার তাদের মামলাকে স্টালিন আমলের নিপীড়নের সঙ্গে তুলনা করেন৷ আদালতকে তিনি বলেন, এই মামলা রাজনৈতিক নির্দেশে চলছে, স্টালিন আমলের নিপীড়নের মানদণ্ড অনুযায়ী এটা করা হচ্ছে৷ উল্লেখ্য, স্টালিন'এর জমানায় সোভিয়েত ইউনিয়নে বিশেষ কিছু মামলার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা ছিল৷

Russland Prozess gegen Pussy Riot in Moskau Jekaterina Samuzewitsch, Nadeschda Tolokonnikowa und Maria Aljochina
ইয়েকতারিনা সামুটসেভিচ, নাদেজদা তলোকনিকোভা ও মারিয়া আলিওখিনাছবি: dapd

‘পুসি রায়ট'এর বিরুদ্ধে মামলার বিষয়টি এখন আর শুধু রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই৷ আন্তর্জাতিক স্তরেও রাশিয়ায় মত প্রকাশের অধিকার নিয়ে নানা প্রশ্ন উঠছে৷ তাদের মুক্তির দাবিতে সোচ্চার হয়ে উঠছে অনেকে৷ মঙ্গলবার পপ তারকা ম্যাডোনা মস্কোয় এক কনসার্টের মাঝে বলেন, তিনি ব্যান্ড সদস্যদের মুক্তির জন্য প্রার্থনা করছেন৷ বিটলস খ্যাত জন লেনন'এর বিধবা স্ত্রী ইয়োকো ওনো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন'কে লেখা এক বার্তায় বলেছেন, ‘‘মিস্টার পুটিন, আপনি একজন বিচক্ষণ মানুষ৷ সংগীতশিল্পী ও তাদের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করার কোনো প্রয়োজন আপনার নেই৷'' জার্মান সংসদের ১২১ জন সদস্য মস্কোর উদ্দেশ্যে লেখা এক চিঠিতে রুশ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেছেন৷ মামলার আগেই যেভাবে ‘পুসি রায়ট' ব্যান্ডের সদস্যদের প্রায় পাঁচ মাস ধরে আটক রাখা হয়েছে, তা গ্রহণযোগ্য নয় বলে তাঁরা মনে করেন৷

স্বয়ং পুটিন'ও মুখ খুলেছেন৷ ব্যান্ডের ‘পারফর্মেন্স মোটেই ভালো নয়' মন্তব্যের সঙ্গে তিনি বলেছেন, তাঁরা আশা এই নারীদের বিরুদ্ধে খুব বেশি কড়া পদক্ষেপ নেওয়া হবে না৷ তবে রুশ অর্থডক্স গির্জার প্রধান প্যাট্রিয়াক কিরিল কড়া শাস্তির দাবি করেছেন৷

এসবি / ডিজি (এএফপি, রয়টার্স)