1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘স্টার ট্রেক’এর ভক্তদের জন্য সুখবর

১৬ এপ্রিল ২০১২

কল্পবিজ্ঞানকে টেলিভিশনের পর্দায় ফুটিয়ে তোলার দৌড়ে নিঃসন্দেহে সবার উপরে একটি সিরিজের স্থান৷ গোটা বিশ্বে একাধিক প্রজন্ম ‘স্টার ট্রেক’এর মাধ্যমে মহাকাশ জগতের অংশ হয়ে পড়েছে৷

https://p.dw.com/p/14ech
ছবি: Paramount

সেই ১৯৬৬ সালে শুরু হয়েছিল ‘স্টার ট্রেক'এর জয়যাত্রা৷ তারপর থেকে নানা রূপে, নানা সাজে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে ‘স্টারশিপ এন্টারপ্রাইজ' মহাকাশযানের অ্যাডভেঞ্চারের কাহিনি৷ পৃথিবীর বুকে রাষ্ট্রের সংকীর্ণ সীমানা ভেঙে দিয়ে মানবজাতি হিসেবে মহাকাশের অন্যান্য প্রাণীদের কাছে পৌঁছে যাওয়ার এই কাহিনীর মধ্যে অনেকে খুঁজে পান ভবিষ্যতের আদর্শ৷

সেই প্রথম যুগের টেলিভিশন সিরিজের নায়ক ছিলেন খ্যাত উইলিয়াম শ্যাটনার, যিনি ‘ক্যাপ্টেন কির্ক'এর ভূমিকায় অভিনয় করেছিলেন৷ আজ তাঁর বয়স ৮১৷ যুগে যুগে প্রথা ভেঙে নানা চমকের সৃষ্টি করেছে এই সিরিজ৷ যেমন ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত কৃষ্ণাঙ্গ ক্যাপ্টেন ‘কমান্ডার সিস্কো'র ভূমিকায় অভিনয় করেছিলেন অ্যাভেরি ব্রুকস৷ ৬ বছর ধরে প্রথম নারী হিসেবে ‘ক্যাপ্টেন জেনওয়ে'র ভূমিকায় অভিনয় করেছেন কেট ম্যালগ্রিউ৷

এদের মধ্যে শ্যাটনার অত্যন্ত জনপ্রিয়৷ অবসর নিলেও ‘স্টার ট্রেক'এর ভক্তদের টানে তাদের সম্মেলনে প্রায়ই হাজির হতে হয় তাঁকে৷ আর মনে রাখতে হবে, ‘স্টার ট্রেক'এর ভক্তরা নিজেদের পছন্দের সিরিজ নিয়ে অত্যন্ত সক্রিয়৷ তারা আগামী অক্টোবর মাসে লন্ডনে আলাদা করে এক সম্মেলনের আয়োজন করছে৷ নাম ‘ডেস্টিনেশন স্টার ট্রেক লন্ডন'৷ তাতে শুধু ভক্তদের সমাগম হবে না, এই প্রথম ‘স্টার ট্রেক' সিরিজের ৫ জন ক্যাপ্টেনকেই একসঙ্গে মঞ্চে আনা হবে৷ শ্যাটনার, ব্রুকস ও ম্যালগ্রিউ ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন ‘ক্যাপ্টেন পিকার্ড' খ্যাত সার প্যাট্রিক স্টুয়ার্ট ও ‘ক্যাপ্টেন আর্চার' খ্যাত স্কট বাকুলা৷

সংবাদ সংস্থা রয়টার্স'কে আয়োজকেরা জানিয়েছেন, ১৯ থেকে ২১শে অক্টোবর এই সম্মেলনে দশ থেকে পনেরো হাজার ভক্ত উপস্থিত থাকবেন বলে তাদের আশা৷ আগামী ৩০শে এপ্রিল থেকেই টিকিট বিক্রি শুরু হবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, রয়টার্স

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য